আমাদের কথা খুঁজে নিন

   

উপাচার্যের বাসায় ককটেল ও কাফনের কাপড়!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের বাসভবনের ভিতর থেকে ককটেল স্বদৃশ বস্তুু , একটি চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সোয়া এগারটার দিকে উপাচার্যের বাসভবনের ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার  সকাল দশটার দিকে উপাচার্য বাসভবনের কেয়ার টেকার ঘাসের মধ্যে ককটেল দেখতে পেয়ে নিরাপত্তা কর্মকর্তাকে জানায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিষয়টি আশুলিযা থানা পুলিশকে জানালে সোয়া দশটার দিকে সাভার সার্কেল এএসপি রাসেল শেখ ও আশুলিয়া থানা ওসি বদরুল আলমের নেতৃত্বে ককটেল সদৃশ একটি বস্তুু উদ্ধার করা হয়।

এএসপি রাসেল শেখ বলেন, ককটেলের মতো দেখতে হলেও এটি একটি পটকা বা আতশবাজি।

মুলত আতঙ্ক সৃষ্টির জন্যে ককটেল সদৃশ পটকাটি রাখা হয়েছিল।

এদিকে সাড়ে ১১টার দিকে উপাচার্যের বাসভবনের ভিতরে পশ্চিম পাশে বাসার কেয়ার টেকার সাদা কাফনের কাপড় দেখতে পেয়ে নিরাপত্তা কর্মকর্তাকে জানান। পরবর্তীতে পুলিশ তা উদ্ধার করে।

এ ব্যাপারে প্রক্টর ড. মুজিবুর রহমান জানান, বাসার দেয়াল ডিঙিয়ে কেউ এটি রেখে যেতে পারে। উপাচার্যের বাসভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.