নওগাঁর মান্দা উপজেলায় শনিবার সকালে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করে ১৮ দল। তারা নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসট্যাণ্ড সংলগ্ন মহাসড়কে শুয়ে ব্যতিক্রমধর্মী সড়ক অবরোধ কর্মসুচী পালন করে। এ সময় ফেরীঘাট বাসষ্ট্যান্ড মোড়ে উপস্থিত ছিলেন সাবেক এমপি সামসুল আলম প্রামানিক।
মান্দা উপজেলা ১৮ দলের আহবায়ক ও বিএনপির সভাপতি মকলেছুর রহমান মকের সভাপতিত্বে বাসস্টাণ্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে জামায়াতের আমীর অধ্যাপক আঃ রশীদ, জামায়াত সেক্রেটারি ও সদস্য সচিব মাওলানা আমিনুল ইসলাম, বিএনপির সহ-সভাপতি মনোজিত্ কুমার সরকার, সাধারণ সম্পাদক মাহবুব আলম চেৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক আখেরুজ্জামান সেলিম, তোফাজ্জল হোসেন টুকুসহ ১৮ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নির্বাচনের তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে প্রয়োজন হলে আত্নহুতি দেব তবুও আওয়ামী লীগের নীল নকশার নির্বাচন মান্দায় হতে দেব না। সভায় দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। এর আগে কাফনের কাপড় পরে ১৮ দলের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে মিছিল করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।