মরতে মরতে বেচে গেলাম!!!!! তা ও আবার অলৌকিক ভাবে। এখন ও নিজে বিশ্বাস করতে পারছি না আমি লিখছি নাকি অন্য কেউ!!! চিন্তা করছি দ্বিতীয় লাইফটা কি ইচ্ছা মত উপভোগ করব নাকি মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিব। এখন বলি, কিভাবে মরলাম না, কাল বিকেলে ট্রেন লাইন দিয়ে মাথা নিচু করে আস্তে আস্তে অনমনা হয়ে হাটছিলাম, আর হাত দিয়ে মোবাইল টা ঘুরাচ্ছিলাম। হঠাত, টপাক করে মোবাইল টা হাত থেকে পরে গেল, আমি মোবাইল টা হাতে নিতে গিয়ে দেখি একটা মস্ত আকারের ট্রেন আমার থেকে ঠিক এক হাত পিছনে আর আমি রেল লাইনের উপর দারিইয়ে মোবাইল টা তুলছি!!!! এই দৃশ্য টা যে কেমন ছিল বলে কখনো বুঝানো যাবে না। আমি তো ভাবেছিলাম আজ ই শেষ!!!! তার পর ও শেষ চেষ্টা করলাম।
লাফ দিয়ে পাশে একটা জংগলে পরলাম আর পরার পরের দৃশ্যটা ছিল আরো জটিল!!!! কিছু মানুষ দৌড়ে এসে আমাকে ধরে সুন্দর করে উঠাল, উঠিয়ে শুরু করল ধমক!! ধমক কাকে বলে কত প্রকার আর কি কি সব শিখিয়ে দিল!!!! কি যে এক যট্টিলজ আর চ্রররমযযযয ছিল কি আর বলব .!!! আমি আসলে তখন ও কিছু বুঝতেছিলাম না। শুধু তাকিয়ে তাকিয়ে সব শুনছিলাম। পরে উঠে গিয়ে মোবাইল টা নিয়ে এসে ঠান্ডা মাথায় এক কাপ চা খেয়ে এক জন কে জিজ্ঞাসা করলাম, ভাই সবাই আমারে বকল কেন??!!! আমি এত কষ্ট কইরা বাচলাম, আর সবাই আমারে ধমকাইল কেন। !!?? উনি তারপর আমাকে জিজ্ঞাসা করল ভাই, আপনি মরতে চাইছিলেন কেন??!! আমি তো আকাশ থেকে পরে মাটির ভিতর গিয়ে আবার বাতাসে উরে এসে পরলাম!!! হালায় কয় কি?? আমি এত কষ্ট করলাম ব্যথা ও পাইলাম আর উনি কয় আমি নাকি মরতে চাইছিলাম!!
পরে আমি উনার কথার মানে জানতে চাইলে আমাকে আকাশ বাতাশ আর মাটি ঘুরানো ভদ্র গোফ অয়ালা ব্যাটা জানাল, ট্রেন মশাই নাকি অনেক ক্ষণ ধরে ই হুইশেল বাজাচ্ছিল তারপর অ আমি নাকি না সরে উলটা মাথা নিচু করে ট্রেনের নিচে মাথা দিতে চাইছিলাম.। .।
তারপর নাকি আবার কিভাবে বেচে গেলাম!! আমি তো আরো টাস্কি!!!!! পরে শুনালাম এখানে নাকি কয়েক দিন পর পর ই মানুষ ট্রেনের নিচে পরে মারা যায়!! কিন্তু আমি কোন এক অজানা কারনে কাল বেচে গেলাম!!!! বাসা থেকে নামায পরে বের হয়েছিলাম বলে ই হয়তো বেচে গিয়েছিলাম। আর তখন মনে পরল বিশ মনিট আগে আমাকে আমার প্রিয়তমা বলেছিল সাবধানে হাটতে, পিছন থেকে ট্রেন আসে নাকি খেয়াল রাখতে । আমি ওর কথাটা দুষ্টামি করে হেসে উরিয়ে দিয়েছিলাম।
যাইহোক, নতুন একটা জীবন পেলাম বলা যায় সেকেন্ড লাইফ!!
আর এখন চিন্তা করতছি, দ্বিতীয় জীবন তো পেলাম, এখন ও কি জীবন টা কে হেলায়-ফেলায় আগের মত কাটিয়ে দিব নাকি নতুন করে এই পৃথিবীটাকে কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করব?? কাল রাতে চিন্তা করলাম, আজকে থেকে নিজের চাওয়া-পাওয়া বলতে কিছু থাকবে না। কোন কিছু নিয়ে মন খারাপ করব না আর দুশ্চিন্তা তো হাজার মাইল দুরের কথা।
যা হবার হবে। সারা দিন পড়াশুনা করব আর মানুষকে সাহায্য করার সুযোগ খুজব। সবাই দুয়া করবেন আমার জন্য........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।