আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল... জানিনা আবার কতদিন পর বৃষ্টি হবে আবার টিনে চালে রিমঝিম জলে ভিজে যাবে ভীষন গ্রাম্য কাঠাঁল গাছটা।। জানিনা ঠিক কতদিন পর এইখানে এই সরিষা ক্ষেতে দাড়িঁয়ে তুমি তুচ্ছ একটা সরিষা ফুল কানে জড়িয়ে আমার দিকে হাসি হাসি মুখ নিয়ে তাকাবে যেন বিশ্বজয় করে ফেলেছো তুমি নিমিষে।। কিংবা ত্তয়ীদের আসরে অন্ধকারে চুপচুপ বসে থাকবে আর মনে মনে ভাববে জানিনা কখন নয়ন ছেলেটা গেয়ে উঠবে “চলে গেছে বহুদূরে” গানটা।। গিটারের রীদম কানে যেতেই চেনা গানের আনন্দে অতিশয্য হয়ে তুমি অন্ধকারে আমার একটা হাত শক্ত করে ধরে রাখবে তখন আমি গর্বে ফেঁপে উঠবো। এত সব নাটক মন্চয়িত হতে এখনো বাকি এ সব না দেখে কি আমি মরতে পারি আমি নিজেকে প্রশ্ন করি- আমি কি মরতে পারি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।