আমাদের কথা খুঁজে নিন

   

যৌবনের গ্যাঁড়াকলে একদিন

রাজনীতি বিদ্বেষী দুপুর আনুমানিক ২ টা। অফিস নাই শুয়ে ছিলাম। কিন্তু ছুটি আমার ভাগ্যে নেই। আমার পেট্রোল অফিসার ফোন দিল প্রাইম এশিয়া ও সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রদের মধ্যে মারাত্মক মারামারি হচ্ছে। অফিসিয়াল কাজ বলে কথা (ছুটির দিনে ও!!!!!!!) ছুটে গেলাম।

ধাওয়া -পাল্টা ধাওয়ার মধ্যে পরে গেলাম। চোখ অস্রুসিক্ত হয়ে গেল। না কোন রক্তপাত দেখে নয় ........ কোন মৃত্যু গুজব শুনে না ........................ অনেকদিন পর অঝোর ধারা বয়ে গেল " কাঁদানে গ্যাস " এর তীব্রতাই। আমার কিছু বন্ধু!!! আছে যারা আমাকে প্রতি শুক্র ও শনিবার তীব্র চাপ প্রয়োগ করে আড্ডা মারার জন্য। কিন্তু বিশেষ বিশেষ!!! কাজ পরে যাই দেখে জেতে পারিনা।

আজ ও যেতে পারিনি। কারন আমি বিশেষ মিশনে সারাটা দিন কাটিয়ে দিলাম। মিশন শেষে গেলাম বস এর বৌভাত খেতে। বসকে দেখে বললাম কন সমস্যা নাই বস সব ঠিকঠাক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.