আমাদের কথা খুঁজে নিন

   

যৌবনের ডাক



যৌবন ডাকাডাকি করে তবু আমি থাকি বসে যৌবন নাকি যুদ্ধে যাবার সময় তবু নিরব থাকি আমার হাত পা বাধা নয়,শক্তিশালী যুবক আমি তবু বসে থাকি,যুদ্ধে আমার হয়না যাওয়া কখনো এই জগৎ সংসারে আমার নেই কোন পিছুটান আমি ভিতু নই, তবু আমার হয়না যুদ্ধে যাওয়া দিনের প্রথম আলো ফুটলে চোখ মেলে আমি দেখি আমি শির উচু করে বলি এই আমার প্রিয় জন্মভুমি যাকে ভালোবাসি এত তবু তার জন্য যুদ্ধে নামিনা মাঝে মাঝে তখন যৌবনকে বড় বেশি অসহায় লাগে ভাবি যারা লড়েছে যৌবন কে হাতের মুঠোয় নিয়ে নিজের যৌবনকে করেছে উৎসর্গ মাতৃভুমির জন্য সেই যৌবনকে করছি লালন আমি কত আদরে শিরদাড়া বেয়ে উঠা প্রতিটি রক্ত কনিকাও আজ আমার যৌবনকে ধিক্কার জানায় প্রতিমুহূর্তে যৌবন সবাইকে চমকে দিয়ে বল উঠে জোড়ে কার জন্য যুদ্ধে যাব আমি ,দাম নেই যেখানে এক ফোটা রক্ত কণারও,যুদ্ধে যারা দিয়েছে প্রাণ যুদ্ধ ক্ষেত্রে যৌবন হারিয়ে আজ যারা বৃদ্ধ পায়নি তারা যৌবনের দাম তবে কেন আজ যৌবন আমার যুদ্ধে যাবে নিজেকে হারেতে তবুও আজ হায়েনাদের দখলে যখন যুদ্ধক্ষেত্র যৌবনের সেই পুরানো গান যে আজ নতুন করে গাই 'এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়' আজ আর আর বসে থাকা নয় ,নয় নিরবতা যেতে হবে আজ যৌবনের হাতিয়ার নিয়ে যুদ্ধক্ষেত্রে যে আজ রচিত হবে যৌবনের জয়োগান সকল যৌবনের কাছে আজ এই যুদ্ধের আহবান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.