আমাদের কথা খুঁজে নিন

   

।।যৌবনের উন্মদনা!!!!।। ১৮+++++++++++

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই!!দুনিয়ার মজদুর এক হও,হাতে হাতে অস্ত্র তুলে লও। রাজাকার ও মীরজাফর মুক্ত বাংলা চাই,সব মানুষের সমান অধিকার চাই। । আজ বয়স সন্ধির উন্মদনা আমাকে করে আনমনা আমি সব বুঝি:তবু করি না কারো দেহবন্দনা। আজ নিজেকে সামলে নেই,ভুলে যায় মনের আকুতি আমি শুচিশুদ্ধ থাকতে চাই করি বিধাতার কাছে মিনতি।

পৃথিবীর রপ কত বৈচিত্র্যময়! বিধাতার সৃষ্টি কত সুন্দর,কতো মনোহর! রাতে সস্থির ঘুম শেষে আসে সোনালি ভোর। এখানে এক দিকে আছে ভয়,অন্যদিকে জয় আমি সতন্ত্র,আমি কোন দিকে নয়। আমার সাধনা শুধু আত্নিক:নয় তবু জৈবিক এ সাধনাকে লালন করে ছুটেছি দিকবিদিক। আমি কবিতায় অনেক কিছু লিখতে চাই:তবু পারি না আমার মনোমন্দিরে ভাঙন ধরেছে আমি তা জানি না!! আমি ছিলাম সত্য ও সুন্দরের একনিষ্ট পূজারি কিন্তু যৌবনের উন্মদনায় ঘুমাতে পারি না শর্বরী। মনের কথা কাউকে পারি না বলতে আজ একাকি হোঁচট খায় পথ চলতে।

সবাই যখন খারাপ,কীভাবে হবো ভালো? তম:যদি নাই থাকে তবে কী হবে আলো? বয়সের উন্মদনা!বয়সের অবারিত স্পন্দন আমার দেহ-মনে জাগায় নতুন শিহরণ। আজ ঘুমের মাঝে অনুভব করি কোন সুন্দরীর আদর আজ স্বপ্ন দোষে ভিজে যায় বিছানার নতুন চাদর! বীর্যসিক্ত লুঙ্গি নিয়ে পড়তে যায় না ফযরের নামায যৌবনের নেশায় আমার সাধনা কেন ব্যর্থ আজ? আজ কীভাবে বুঝাব নিজের মনকে? স্বপ্ন কেন ধোকা দেয় আমাকে? আজো চেনা পথে পথ চলি,আজো বড় হবার স্বপ্ন দেখি কিন্তু যৌবনের অগ্নিতে রক্তবর্ণ হয়ে যায় দুই আঁখি। আজ নিজের অজান্তেই বিদ্রোহী হয়ে উঠি পাপের ভয়ে চেপে ধরি নিজের টুটি। কিন্তু আমার বিবেক বলে:আর করিস না ভুল হাজার ফুলের মাঝে খুঁজে নে পারিজাত ফুল! কিন্তু বিবেককে বলি দিয়ে ছুটে যায় অতীতের তীরে যেখানে আমার সোনালি কৈশোর ডাকছে হাত নেড়ে। অতীত থেকে ফিরে যখন দাঁড়াই বর্তমান তখন চারিদিকে শুনি নগ্ন আহবান।

পথের মাঝে যখন থাকি একাকি দাঁড়িয়ে দেখি প্রেমিক যুগল দু’হাত দিচ্ছে বাড়িয়ে। আজ মেয়েরা পথ চলে,বুকে থাকে না উড়না এসব দেখে বেড়ে যায় আমার বুকের বেদনা। আজ মেয়েরা বুকের উড়না বাঁধে গলায় স্তনযুগল প্রদর্শন করে,করে রূপের বড়াই। আমি কিছু দেখতে চাই না,তবু চোখে পড়ে যায় কালের নিষ্ঠুর পরিহাসের কাছে হয়েছে মোর পরাজয়! আজ আমার কিছু ভালো লাগে না..... যেদিকে তাকাই দেখি সবাই করছে কামবন্দনা। আজ আমি কিভাবে চলব অতীত আদর্শ ধরে’? কামের শিহরণে যৌবনের ফুলগুলো যাচ্ছে ঝড়ে’।

আজ বয়স সন্ধির উন্মদনা: ভেঙে দিয়েছে আমার শাশ্বত সাধনা। আজ আমি হারিয়ে ফেলেছি গতিময় ছন্দ যৌবনের উন্মদনায় আমি আজ অন্ধ। । । ।

কারো খারাপ লাগলে ক্ষমা করবেন!!!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.