আমাদের কথা খুঁজে নিন

   

যৌবনের প্রথম আকুতি্‌ . . . . . .



হে প্রিয়তমা চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য সূর্যোদয় হল নতুন ক্ষনের নতুন প্রভাতের সুরভিত সৌন্দর্যে চেয়ে দেখ সাতরঙ্গা ধনুর খেলা তুমি মেঘের বালিশে তনু এলিয়ে ধ্রুবতারার গহীন এই চাতক চোখে চাও_ এস প্রিয়া এই প্রসারিত হাত ছুয়ে যাও তোমার হূদয় উষ্ষতায় ধ্রুবতারার বাধভাঙ্গা ভালবাসা স্রোতে ভেসে যাক জীবনের সব বিষন্ন অধ্যায় বুকে জমানো কষ্ট, বেদনা, অপূর্নতা, নিরবতা পদ্মজল হয়ে ঝরে পড়ুক ধরায় আধারে সিদ কেটে এস আমার কাছে সাথে নিয়ে দীপ্তিময় উষ্ষতা কষ্ট দুঃখের পাতাটা উল্টে দেখ কৃষ্ষচুড়ার জোছনা সিক্ত চাদোয়া বিছানো হৃদয় নীলিমা জুড়ে_ হে অনামিকা চেয়ে দেখ ধ্রুবতারার নয়ন পানে কৃ্ষ্ষবিবর, প্রেমের স্বাপ্নিক আহ্বানে তোমার জীবনের অনাগত ক্ষনকে স্বাগত জানাচ্ছে আপ্লুতোভাবে অবগাহন করো _ প্রিয়তমা ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.