আমাদের কথা খুঁজে নিন

   

যৌবনের মেজরিটি

ইদানিং খুব ঘাস খাই আর নির্বোধ গরু হয়ে উঠার স্বপ্ন দেখি,বঙদেশে গরুদের জন্য সব লক্ষীই হাত পেতে আছে । রাষ্ট্র ও সমাজযন্ত্র যখন সংকরিত গরুর গোয়াল ।

জানালার পাশে স্তুপ স্তুপ সুন্দর দেখে কোনো হতভাগা সুখী লোক আর গতশতকীয় সস্তা রোমান্সে কেঁপে কেঁপে নাপাক হয় অন্ধ নগরে মাতালের দল । এই বিপরীত মেরুকৃত অথর্বের দলের কাছে দুই ফোটা বিশ্বসত্ত্বার ক্যামিকেল নির্যাস নিয়ে ক্যানভাস নিদারুন অর্থহীন । বাজে খরচের ফর্দ এই সম্প্রদায় ভোরের আলোর মদে আর সস্তা এলকোহলের স্পর্শে ।

জ্ঞানী মানুষরা মুর্খমীর ঘানি টানছে জোরেশোরে । আবশ্যক জানালার পাশে মেয়েলী চেহারার পৌরুষহীন প্রেমিকরা পালে পালে ভরাবে ভেজিটেবলের মত টেনিসবল মস্তিস্কের স্থিরচিত্র হাসি মাখা ফটোজেনিক মেয়ে মানুষগুলোর স্ফীতকায় জরায়ু । আর জীবন আর অপ্রাপ্তির শীৎকারময় সঙ্গমে রোজদিন জন্মাবে মাতাল বংশধর । প্রাকৃতিক নির্বাচনের নিঁখুত নীল নকশায় জীবনকে জানুতলে রেখে ভোগ করা সুকুমার অপুরুষ আর জীবনের আক্রোশী লাথি খাওয়া মাতালরাই বাড়ছে লেমিং ইদুরের মত আত্নবিনাশী হারে । তাই হয়ত লিপস্টিক মাখা মেয়েলি পশ্চাতদেশের পুরুষরা আর বমির মাঝে সাঁতড়ানো মাতালরা প্রত্যাদেশপ্রাপ্ত দেবদুতের মতই জ্ঞানী।

যেহেতু এই বিশ্বযুদ্ধত্তর পৃথিবী হাত দিয়ে হাটা শিখেছে সেহেতু এবার শুধু অপমানবের বিস্তারই উৎসব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.