স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মায়ের ভাষা বাংলায় মাতৃভূমির কথা বলি।
নিঝুম রাত্রি, নিস্তব্দ জনপথ
সবাই বিভোর নিদ্রায় মগ্ন
আমি জেগে আছি
শুয়ে আছি শয্যায়।
হঠাৎ বিভোর ঘুমে
অতলসাগরে তলিয়ে গেলাম
দেখলাম এক অপরূপা সুন্দরী নারী
পরনে বাঙ্গালী বধূ বেসে লাল রংয়ের শাড়ী;
মুখে মিষ্টি হাসি, টানাটানা চোখ
দীঘলকালো কেশ রাশিতে পিঠ তার আবৃত ;
সে এক দূর্বার আকর্ষনে প্রাণে দিল দোলা
হ্নদয়ের কোমল অনুভূতি গুলো
নাড়া দিয়ে উঠলো।
যেন মধুুচন্দ্রিমার অন্তরঙ্গ মুর্হুতে উপনিত হলাম।
আরো দেখলাম নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য, প্রবাহমান নদী।
প্রভাতের মৃদ্যু উষ্ণ হাওয়া,
পাখির কিচির মিচির শব্দ, মোরগের ডাক
আর দু-নয়নে সূর্যের লাল আভার বিচ্ছুরণে
হঠাৎ জেগে উঠলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।