আমাদের কথা খুঁজে নিন

   

স্বার্থ..

আমি ই লাদেন ভাই.. আপাতত বাংলাদেশে আছি। ওবামারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি.. একছেপ্ট করলেই যামু গা.. ব্যক্তি স্বার্থ প্রভাবিত না করলে পৃথিবীর অনেক বড় বড় পরিবর্তনের ফলাফল ভিন্ন হতে পারতো.. হিটলারের স্বার্থ না থাকলে হয়তো একটা বিশ্বযুদ্ধই হতো না.. শেখ মুজিবের নিঃস্বার্থ পদক্ষেপে হয়তো বদলে যেতে পারতো ৭১ পরবর্তী বাংলাদেশের চিত্র.. মেজর জিয়া স্বার্থ ত্যাগ করলে হয়তো বি.এন.পির জন্মই হতো না.. ৯০ এর গনঅভ্যুন্থান এর প্রয়োজনই হতো না এরশাদের স্বার্থপরতা প্রকাশ না পেলে.. যুদ্ধপরাধীরা পাত্তা পেতো না খালেদার স্বার্থে কাজে না দিলে.. আর হয়তো দেশটা ভারতের পদতলে দলিতও হতে থাকতো না হাসিনার ব্যক্তি স্বার্থ না থাকলে.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.