আমাদের কথা খুঁজে নিন

   

স্বার্থ আছে বলে ভালবাসা আছে



লেখাটা দেখে অনেকেই এর বিরোধিতা করবে, বলবে পৃথিবীতে অবশ্যই ভালবাসা আছে । হ্যাঁ ঠিক আছে, আমিও এটা অস্বীকার করিনা । পৃথিবীতে ভালবাসা অবশ্যই আছে, তবে ভালবাসার আগে যে জিনিসটা সামনে আসে তা হলো স্বার্থ। একটা উদাহরণ দিয়ে বলি । একজন ছেলে নিশ্চয়ই তার জীবনসঙ্গীনি হিসেবে একজন সুন্দর শিক্ষিত মেয়ে চাইবে ।

একইভাবে একজন মেয়েও চাইবে সে যেই ছেলের সাথে সারাজীবন কাটাবে সে যাতে সুদর্শন আর পয়সাওয়ালা হয় । এটাই স্বাভাবিক, এতে নিশ্চয়ই কারো দ্বিমত থাকার কোনো কারন নেই । যখন কেবল একটি ছেলে আর একটি মেয়ের একে অপরের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো মিলে যায় তখনই কেবল তাদের মধ্যে সম্পর্ক হতে পারে, তখনই তাদের মধ্যে ভালবাসার বহিঃপ্রকাশ ঘটে । একজন ছেলে বা মেয়ে নিশ্চয়ই তার নিজের চেয়ে নিচু অবস্থানের কোনো ছেলে বা মেয়ের সাথে সম্পর্কে জড়াবেনা যেটা কেবল বাংলা ছিনেমায় হয়, বাস্তবে এর সম্ভাবনা খুব কম । অনেকেই তার লাইফ পার্টনার হিসেবে এমন একজনকে বেছে নেয় যার সাথে পরে সে আর মানিয়ে নিতে পারেনা ।

এতে বিবাহ বিচ্ছেদ, নারী নির্যাতন সহ অনেক সমস্যা দেখা দেয় । তাই লাইফ পার্টনার বেছে নেয়ার আগে সবকিছু ভেবে দেখা উচিত, এখানে কখনই আবেগকে প্রশ্রয় দেয়া উচিত নয় । লাইফ পার্টনার হিসেবে এমন একজনকে বেছে নিন যার সাথে আপনার বোঝাপোড়া ভাল হবে তাহলেই আপনি সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবেন এবং তাতেই ভালবাসা পূর্নতা পাবে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.