আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না! কঠিন রোগে ধরছে নাকি দেইখা অনেক কষ্ট পাই ! কে বলে ভাই আমার কাছে তোমার রোগের অষুধ নাই ? সর্দি কাশি খুব ছোট রোগ থাকে যদি হাঁপানি গিড়ায় গিড়ায় বাত অথবা সারা শরীর কাঁপানী গোটা-গাটি খোস-পাঁচরা শরীর ব্যাথা যাই হবে আমার তৈরি মলম মেখে এক রাতে সব নাই হবে রাতের বেলা বউয়ের সাথে শুইতে গেলে ভয় লাগে, গোপন রোগে পাইছে নাকি ভেতরটা কি ক্ষয় লাগে ? আরে বাবা লজ্জা কিশের খুইলা বলো আমিই তো আমার ওষুধ অনেক কাজের সস্তা না খুব দামিই তো সর্ব রোগের মহা ওষুধ আমি ছাড়া কই পাবে সারা জীবন অসুখ থেকে সেরে ওঠার মই পাবে আমার ওষুধ অনেক ভালো সাইডে কোন ইফেক্ট নাই আমার ওষুধ আমার মতোই কাজে কোন ডিফেক্ট নাই স্বপ্নে পাওয়া ডিগ্রী আছে সব রকমের দাওযাই দেই মোটা হওয়ার চিকন হওয়ার কি চাও আসো খাওয়াই দেই ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।