ইদানীং একটা বাজে অভ্যাস হয়েছে। রাতে ঘুমানোর আগে এক কাপ চা না খেলে ঘুম আসে না। আর চায়ের সাথে টা(বিড়ি) না খেলে মনে হয় কি যেন নাই, কি যেন নাই।
বেকার জীবনে ঢুকছি বেশীদিন হয়নি। তারপরেও বাপের কাছে টাকা চাইতে কিঞ্চিৎ লজ্জা লাগে।
এমনিতেই মানিব্যাগের অবস্থা হাহাকার, তার উপরে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম(বিড়ি) এতো বেশী থাকে, তাহলে ভালো লাগে বলুন ?? তাই সকল বেকার ভাইদের কথা মাথায় রেখে কর্ত্রিপক্ষের কাছে বেন্সনের দাম শুধু মাত্র বেকারদের জন্য কমানোর তেব্র আবেদন জানাচ্ছি।
অথবা আরেকটা কাজ করা যায়। অন্য সবার কথা জানি না। আমার কাছে মনে হয় বেন্সনের সাইজ যদি ১/৩ ভাগ কমিয়ে দেয়া হয়, তাহলে খুব একটা আসবে যাবে না। এই উপায়ে ব্যবসায়িক ক্ষতি এড়িয়ে দাম কমানো যায়।
আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি। প্লীজ, বিড়ি ছাড়িয়া দেন, এমন উপদেশ কেউ দিবেন না।
অবশেষে হ্যাপি স্মোকিং ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।