আমাদের কথা খুঁজে নিন

   

বেকারদের রাশিফল : কেমন যাবে ২০১৩ সাল

আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে বেকারদের রাশিফল : কেমন যাবে ২০১৩ সাল জ্যোতিষ শাস্ত্র এবং রাশিফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক আছে। তাছাড়া রাশিফল কোন বিষয়ের শতভাগ নিশ্চয়তাও দেয় না বরং সম্ভাবনার কথা বলে। তাই জীবনে সফল হতে হলে কঠোর প্ররিশ্রম এবং অধ্যাবসায়ের বিকল্প নেই। তবু মানুষ তার রহস্যময় ভবিষ্যৎ সম্পর্কে জানতে উৎগ্রীব বলে রাশিফলের প্রতি আগ্রহটাও চিরন্তন। একই কারণে বেকারদের আগ্রহটা থাকে আরো বেশি।

তাই বিভিন্ন সাময়িকী এবং ওয়েব সাইটে প্রখ্যাত জ্যোতিষবিদদের প্রকাশিত ২০১৩ সালের রাশিফল বিশ্লেষণ করে তাদের ভাগ্য এবং সম্ভাবনা নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। মেষ রাশি (যাদের জন্ম ২১ মার্চ থেকে ১৯ এপ্রিল -এর মধ্যে): অস্থিরতা আর উচ্চ বিলাসীতা আপনার স্বভাবজাত বৈশিষ্ট্য। তাই যৌথ ব্যবসার সুযোগ আসলেও এড়িয়ে চলা উচিৎ। কেননা অন্যরা তাল মিলাতে না পেরে প্রতারণার আশ্রয় নিতে পারে। এই কথাগুলো গত বছরও বলেছিলাম, এবারও তা আপনার জন্য প্রযোজ্য।

শুধু তাই নয়, এটা আপনার সব সময়ের জন্যই অনুসরণীয়। ২০১৩ সালের জানুয়ারির শুরুটাই আপনার জন্য চৎমকার একটা অনুভূতি নিয়ে আসতে পারে। নতুন কোন চাকরী বা বিদেশ গমনের নিশ্চিৎ খবর পেতে পারেন। তবে ব্যবসা শুরু করতে চাইলে আপনার জন্য উপযুক্ত হতে পারে ফেব্রুয়ারি কিংবা মার্চের প্রথম সপ্তাহ। মে মাসের তৃতীয় এবং জুন মাসের প্রথম সপ্তাহেও ব্যবসা শুরু করতে পারেন।

বিদেশ গমনেচ্ছুদের ক্ষেত্রে টাকা পয়সা লেনদেনের বিষয়ে আগস্ট মাসটা এড়িয়ে চলাই ভালো হবে। নভেম্বর এবং ডিসেম্বরে আপনার বিদেশ যাওয়া নিশ্চিৎ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে একটি বিষয় মনে রাখতে হবে যে, সফলতা নির্ভর করবে আপনার অস্থিরতা নিয়ন্ত্রণের দক্ষতার উপর। বৃষ রাশি (যাদের জন্ম ২০ এপ্রিল থেকে ২০ মে -এর মধ্যে): আপনি বাস্তববাদী এবং পরিশ্রমে বিশ্বাসী। তাই অনৈতিক লেনদেন বা অবৈধ ব্যবসার অফার আসলে তার প্রতি ঝোঁকে পড়ার আশঙ্কা আছে।

তবে সে দিকে না যাওয়াই ভালো। চাকরী প্রার্থীদের হতাশ হওয়ার কিছু নেই। কেননা ২০১৩ সালের জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই বৈধ আয়-রোজগারের একটা দ্বার খুলে যেতে পারে। ফেব্রুয়ারির শেষের দিকে বন্ধু বা আত্মীয় স্বজনের সহায়তায় ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। সুযোগটা কাজে লাগাতে পারলে এটাই আপনার জীবনে গতি এনে দিবে।

চাকরী প্রার্থীদের জন্য মার্চের তৃতীয় সপ্তাহ সুখবর পাওয়ার সময়। এসময় হয়তো নিয়োগ পত্রটাই হাতে পেয়ে যাবেন। বিদেশ যেতে চাইলে আপনার জন্য ভালো সময় সেপ্টেম্বরের শুরুটাই। তবে নভেম্বরের প্রথম ও তৃতীয় সপ্তাহও আপনার জন্য সুখবর নিয়ে আসতে পারে। লটারি কিংবা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে আপনার জন্য শুভ সময় জুলাই মাস।

মিথুন রাশি (যাদের জন্ম ২১ মে থেকে ২০ জুন -এর মধ্যে): স্ববিরোধিতা এবং স্পর্শকাতরতার জন্য পরিচিত মহলে একই সঙ্গে আপনি পছন্দনীয় এবং ঘৃণিত। তবে পরিশ্রম আপনাকে সফলতা এনে দিবে। বেকার হলে জানুয়ারির প্রথম সপ্তাহেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলুন, আপনি আসলে কি করতে চান। ব্যবসা করবেন, চাকরী করবেন কিংবা বিদেশ যাবেন। নিজের সিদ্ধান্তের উপর অটল থেকে চেষ্টা চালিয়ে যান।

সুফল আসবেই। ব্যবসা শুরু করার জন্য ২০১৩ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ, মার্চের দ্বিতীয় সপ্তাহ, এপ্রিলের তৃতীয় সপ্তাহ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহ অনুকূল সময়। চাকরী প্রার্থীদের জন্য মার্চ এবং মে মাস সুখবর নিয়ে অপেক্ষা করছে। বিদেশ গমনেচ্ছুদের জন্য জুন, জুলাই এবং অক্টোবর অত্যন্ত কার্যকর সময়। শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে জুলাই থেকে শুরু করতে পারেন।

কর্কট রাশি (যাদের জন্ম ২১ জুন থেকে ২২ জুলাই -এর মধ্যে): শক্তি এবং চঞ্চলতার জন্য সহজেই আপনাকে আলাদা করে চেনা যায়। তাই একটু ধৈর্য্য ধরে চেষ্টা করুন, সফলতা আসবে। ২০১৩ সালের জানুয়ারি মাস আপনার জন্য একই সাথে শুভ এবং অশুভ। কেননা এসময় একদিকে টাকাপয়সা সহ একাধিক সুযোগ যেমন আসবে তেমনি তা হাত ছাড়া হওয়ারও আশঙ্কা থাকবে। তাই এ সময়টা আপনাকে সতর্ক থাকতে হবে।

চাকরী প্রার্থীদের জন্য ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ সুখবর নিয়ে আসবে। এসময় যারা চাকরী নিশ্চিত করতে পারবেন না তাদের অপেক্ষা করতে হতে পারে মে পর্যন্ত। তবে অক্টোবর এবং নভেম্বর মাস আপনাদের চাকরী পাওয়ার সবচেয়ে উজ্জ্বল সময়। ব্যবসা করতে চাইলে জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই পরিকল্পনা করুন। এপ্রিল, মে, আগস্ট এবং ডিসেম্বর মাসেও ব্যবসা শুরু করলে ভালো ফল পাবেন।

শেয়ার বাজারের মত ফটকা ব্যবসায় নামতে চাইলে আপনার জন্য ভালো সময় আগস্ট এবং ডিসেম্বর। সিংহ রাশি (যাদের জন্ম ২৩ জুলাই থেকে ২২ আগস্ট -এর মধ্যে): আপনি দৃঢ়চিত্ত এবং ইতিবাচক চিন্তার প্রতীক। ২০১৩ সালের জানুয়ারির শুরুতেই চাকরী কিংবা অন্য কোন কর্ম শুরুর প্রবল সম্ভাবনা রয়েছে আপনার। ব্যবসা করতে চাইলে জানুয়ারি থেকেই শুরু করুন। তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ, মার্চের দ্বিতীয় সপ্তাহ, এপ্রিলের প্রথম সপ্তাহ এবং অক্টোবরেও ব্যবসা শুরু করলে ভালো ফল পাবেন।

শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ, ফেব্রুয়ারি, মার্চের প্রথম সপ্তাহ, জুন এবং অক্টোবরে। চাকরীর উদ্দেশ্যে এবছর আপনার বিদেশ গমনের সম্ভাবনাও প্রবল। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অক্টোবর কিংবা ডিসেম্বরে বিদেশ যাওয়া নিশ্চিত হবে। তবে বছরের শেষের দিকটায় স্বাস্থ্যের দিকে একটু বেশি সতর্ক থাকতে হবে। তা না হলে ভালো সুযোগও হাত ছাড়া হয়ে যেতে পারে।

কন্যা রাশি (যাদের জন্ম ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর -এর মধ্যে): বর্ণিল এবং কর্মময় জীবন কন্যাদের। শৃঙ্খলা এবং সময়জ্ঞান আপনাকে সফলতার পথে এগিয়ে দিবে। আগের দুটি বছরের তুলনায় গত বছরটি আপনার বেশ ভালোই কেটেছে। এর ধারাবাহিকতা ২০১৩ সালেও পাবেন। তাই নিশ্চিন্তে চালিয়ে যান আপনার সাধনা।

জানুয়ারির শুরুতেই কোন ভালো খবর আপনাকে আন্দোলিত করবে। ব্যবসা করতে চাইলে জানুয়ারির শেষের দিকে উদ্যোগ নিন। তবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন এবং জুলাই মাসেও ব্যবসা শুরু করে ভালো করার সুযোগ পাবেন। চাকরী প্রার্থীদের জন্য ভালো খবর নিয়ে অপেক্ষা করছে মার্চ, জুন, জুলাই, সেপ্টেম্বর কিংবা ডিসেম্বর। বিদেশ যেতে চাইলে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল আপনার জন্য অনুকূল সময়।

তবে জুলাই এবং সেপ্টেম্বরেও বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। লটারি কিংবা শেয়ার বাজার থেকে আপনার জন্য চমৎকার খবর আসতে পারে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে। ডিসেম্বর মাসেও আসতে পারে বিদেশ যাওয়ার সুযোগ। সব মিলিয়ে বছরটা ভালোই কাটবে আপনার। তুলা রাশি (যাদের জন্ম ২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর -এর মধ্যে): মানসিক শক্তি এবং ন্যায়পরায়ণতার জন্য আপনি অনন্য।

গত বছরটা বলতে গেলে আপনার জন্য কিছুটা বৈরী সময়ই ছিল। যাদের এক সময় উপকার করেছেন তাদের কারো দ্বারা হয়তো কষ্টও পেয়েছেন। কিন্তু ২০১৩ সালের শুরুতেই কোন সুসংবাদ আপনার কষ্টগুলোকে ভুলিয়ে দিতে পারে। ব্যবসা করতে চাইলে কিংবা বিদেশ যেতে চাইলে আগামী ফেব্রুয়ারি মাস দারুণ সময়। সেটাকে কাজে লাগাতে চাই যথাযথ উদ্যোগ।

কিন্তু সুযোগটা হাত ছাড়া হলেও দুশ্চিন্তার কিছু নেই। মার্চ, এপ্রিল, জুলাই কিংবা আগস্ট মাসেও বিদেশ যাওয়ার সুযোগ আসবে। ব্যবসায় সুফল পাবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, সেপ্টেম্বরে শুরু করলে। চাকরীর নিয়োগ পত্র হাতে পাওয়ার খবর নিয়ে হয়তো আপনার জন্যই অপেক্ষা করছে অক্টোবর মাস। ডিসেম্বরে অপ্রত্যাশিত সুযোগ কিংবা অর্থ হাতে আসতে পারে।

এ সময় নিজেকে যতটা সংযত রাখা যায় তার চেষ্টা করতে হবে। অন্যথায় এটা নতুন কোন বিড়ম্বনাও ডেকে আনতে পারে। বৃশ্চিক রাশি (যাদের জন্ম ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর -এর মধ্যে): নিবির চিন্তাশক্তি আপনার বিশেষ গুণ। এর সঙ্গে পছন্দের পেশা যোগ হলে তো আর কথাই নেই। বাস্তবতা যাইহোক, ২০১৩ সালের জানুয়ারির তৃতীয় সপ্তাহ নতুন সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে।

উপার্জনের একটা পথ এসময় খুঁজে পাবেন। চাকরী প্রার্থীরা ফেব্রুয়ারির শেষ দিকে দেশ কিংবা বিদেশ থেকে চমৎকার অফার পেতে পারেন। তবে বিদেশ যেতে চাইলে মার্চ কিংবা জুন মাসে টাকা লেনদেন করতে অবশ্যই অতিরিক্ত সতর্ক হতে হবে। জুলাই এবং নভেম্বর মাসেও নিয়োগ পত্র হাতে আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসার শুরু করার জন্য মার্চ, মে, জুলাই এবং নভেম্বর ভালো সময়।

একটু সতর্কতার সাথে সুযোগগুলো কাজে লাগাতে পারলে বলা যায়, এ বছরটা আপনার ভালোই কাটবে। ধনু রাশি (যাদের জন্ম ২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর -এর মধ্যে): জন্মগতভাবেই অনুসন্ধানপ্রিয় এবং জীবনবাদী মানুষ আপনি। ২০১৩ সালেও আপনার এই দৃষ্টিভঙ্গী অব্যাহত থাকবে। জানুয়ারি মাসটা কেটে যাবে পূর্বের বছরের রেশ টানতে টানতেই। তবে আপনি চাকরী প্রার্থী হলে এবং যথাযথ চেষ্টা চালালে ফেব্রুয়ারি মাসে খুশির খবর পাচ্ছেন বলে আশা করা যায়।

ফেব্রুয়ারির এ সুযোগটা হাত ছাড়া হলে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর কিংবা অক্টোবর পর্যন্ত। বিদেশ যাওয়ার সব ঝামেলা শেষ হতে পারে মার্চ মাসে। বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে জুলাই, আগস্ট কিংবা ডিসেম্বর মাসেও। শেয়ার বাজারের মত ফটকা ব্যবসায় বিনিয়োগ করা আপনার বোকামী হবে। তাই এদিকে না হাঁটাই ভালো।

অন্য ব্যবসা করতে চাইলে এপ্রিল, মে, অক্টোবর কিংবা ডিসেম্বরে শুরু করতে পারেন। তবে ব্যবসা শুরুর পর স্বাস্থ্যের দিকেও আলাদা করে দৃষ্টি রাখতে হবে। মকর রাশি (যাদের জন্ম ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি -এর মধ্যে): মকর জাতক/জাতিকা হিসাবে আপনি সুদৃঢ় এবং সিরিয়াস মনোভাবের মানুষ। তাই সমাজে প্রতিষ্ঠিত হতে আপনার নিজের গুণই যথেষ্ট। অতএব উপযুক্ত সময়ের জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করুন।

২০১৩ সালের জানুয়ারিতেই বন্ধু-বান্ধবের সহযোগিতায় কোন একটা কাজ পেয়ে যেতে পারেন। চাকরীর নিয়োগ পত্র হাতে পাওয়ার সম্ভাবনা আছে ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসেও। ব্যবসা করতে চাইলে শুরু করুন জানুয়ারি থেকেই। ফেব্রুয়ারিতেও শুরু করতে পারেন। তবে মার্চে কোন ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো।

সেপ্টেম্বরেও ব্যবসা শুরু করার জন্য অনুকূল সময় আসবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কিংবা অক্টোবরে বিদেশ যাওয়ার ভালো সুযোগ পেতে পারেন। তবে যে কোন সুযোগই আসুক না কেন ডিসেম্বরে কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে আপনার জন্য। এসময় যেকোন সিদ্ধান্ত নিতে হবে সতর্ক হয়ে। কুম্ভ রাশি (যাদের জন্ম ২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি -এর মধ্যে): প্রগতিশীল চিন্তা ধারার মানুষ হিসাবে বৈরী পরিবেশেও নিজেকে প্রতিষ্ঠিত করার সামর্থ্য আপনার আছে।

তাছাড়া ভাগ্যও আপনার পক্ষে রয়েছে। গত বছরটি আপনার তুলনামূলক ভালো কেটেছে। ২০১৩ সালেও এর ধারাবাহিকতা থাকবে। জানুয়ারির প্রথম দিকে নতুন কোন সুখবর পাবেন। ফেব্রুয়ারিতে আনন্দদায়ক এবং লাভজনক ভ্রমণের সুযোগ আসবে।

ব্যবসা শুরু করতে চাইলে মার্চে সুযোগ আসবে। সেটাকে কাজে লাগান। চাকরী প্রার্থী হলে নিয়োগ পত্র হাতে পাওয়ার খবর নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে জুলাই কিংবা অক্টোবর। জুন এবং আগস্টে অপ্রত্যাশিত অর্থ কিংবা সুখবর পেতে পারেন। একই সময় লটারি কিংবা শেয়ার বাজার থেকেও ভালো খবর আসতে পারে।

বছরের শেষ মাসের প্রথম পক্ষ ব্যবসার জন্য ভালো যাবে। কিন্তু দ্বিতীয় পক্ষে বিনিয়োগ করতে হলে সতর্ক হয়ে করতে হবে। মীন রাশি (যাদের জন্ম ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ -এর মধ্যে): বন্ধুভাবাপন্ন হিসাবে মীন জাতক-জাতিকাদের সুনাম আছে। আর এ গুণের কারণেই আপনি কঠিন মুহুর্তগুলোকেও সহজ করে নিতে পারেন। ২০১৩ সালের জানুয়ারিতে আপনার সুখবর আছে।

কোন চাকরীতে নিয়োগ লাভের চিঠি পেতে পারেন এ সময়। জানুয়ারিতে যারা এ সুযোগ থেকে বঞ্চিত হবেন, হতাশ না হয়ে তাদের কিছুটা অপেক্ষা করতে হবে। কেননা মার্চ কিংবা ডিসেম্বরেও নিয়োগ পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ গমনেচ্ছুদের সুযোগ আসবে ফেব্রুয়ারিতে। এ সুযোগটা হাত ছাড়া হলেও চিন্তার কিছু নেই।

মার্চ, এপ্রিল, অক্টোবর কিংবা ডিসেম্বরেও বিদেশ যাবার সুযোগ আসতে পারে। ব্যবসা করতে চাইলে জানুয়ারি, ফেব্রুয়ারি, জুলাই, আগস্ট এবং অক্টোবর আপনার জন্য উপযুক্ত সময়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.