আমাদের কথা খুঁজে নিন

   

সুব্রত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ভারতের সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়ের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্ট জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আদেশ সত্ত্বেও আজ আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হলো।

সুপ্রিম কোর্ট রায়কে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ এবং মার্চের ৪ তারিখে তাকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে।রায় স্বশরীরে আদালতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি চেয়ে এক আবেদন করলে আদালত তা মঙ্গলবার প্রত্যাখান করে। এর পেছনে রায় তার ৯৫ বছর বয়সী মায়ের অসুস্থতাকে কারণ হিসেবে দেখিয়েছিল।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট গত ২০ ফেব্রুয়ারি এক নির্দেশে রায়কে আজ আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.