ভারতের সুপ্রিম কোর্টে ঢোকার মুখে সাহারার মািলক সুব্রত রায়কে উদ্দেশ্য করে কালি ছুঁড়ে মারলেন মনোজ শর্মা নামে এক আইনজীবী।
ঘটনার পরপরই গ্রেফতার করা হয়েছে তােক। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে সুপ্রিম কোর্ট চত্বরে।
সুপ্রিম কোর্টের কার্যসূচিতে দুপুর ২টার সময় মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও, দিল্লি পুলিশ সূত্রে খবর দুপুর ১টার কিছুক্ষণ আগে আদালতে পৌঁছন তিনি। গাড়ি থেকে নেমে আদালতের দিক এগোতেই অতর্কিতে কালি এসে লাগে সুব্রতবাবুর মুখে।
গ্রেফতারের পর অভিযুক্ত মনোজ শর্মা সাংবাদিকদের জানান, তিনি গ্বালিয়র আদালতের আইনজীবী। সাহারাশ্রীকে কালিমালিপ্ত করার কারণ হিসেবে তিনি বলেন, ‘গরিবের টাকা চুরি করেছে সুব্রত রায়। তাই এই শিক্ষা দিতেই এতদূর এসেছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।