আমাদের কথা খুঁজে নিন

   

উনাদের দায়িত্ব হল যেন পশুরা নিরাপদে থাকে।

পথ হারা পাখি.........পথ খুজছি...... 2nd life নিয়ে ঢাকা আসলাম। বেপরয়া চালক কে বার বার সাবধান করার পরও ভয়াবহ বাস দুর্ঘটনাই আমি আল্লাহ্‌তালার করুনাই সুস্থ থাকলেও আমার সামনে দেখেছি রক্তাক্ত-আহত মানুষদের ভীত মুখ। আমার নিজের বিশ্বাস হয়নি আমি অমন একটা পরিস্থিতিতে দাড়িয়ে আছি! একটু সময় পরে আমার একটা কথা খুব মনে হচ্ছিল, আমাদের মন্ত্রী মহামান্য গরু-ছাগলদের ছবি চিন্তে পারলেই driving license দিতে বলেছেন যেন গরু-ছাগলদের মত মূল্যবান প্রাণীরা নিরাপদ থাকে, মানুষ তো আর এত মূল্যবান প্রানী নই। উনাদের দায়িত্ব হল যেন পশুরা নিরাপদ থাকে। ড্রাইভার দের বিরুদ্ধে কিছু বললেই তো আবার আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আমাদের ক্যাম্পাস এর শহীদ মিনার দখল করে পড়াশুনা লাটে তুলে ড্রাইভার দের সাথে আন্দোলন করবেন। কিছু খুনিকে রক্ষা করার জন্য। অথচ ওই খুনি ড্রাইভার এর জন্য আজ কতগুলো মূল্যবান প্রাণ নিভে যেতে জেতেও যাইনি। আহত হইয়া আছে। আমরা তিনজন বিসিএস ক্যাডার পুলিশ কে অ্যাকশান নিতে বললেও দেখসি স্যার বলেই তাদের দায়িত্ব পালন করলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.