৭১ এর মুক্তিযুদ্ধ আমি দেখি নি। কিন্তু আমার প্রজন্মের আর দশজনের মত আমিও জানি কত ত্যাগ আর তিতিক্ষার ফসল আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ। এই যুদ্ধের গুটিকয়েক মানুষের কথাই আমরা মানে আমাদের প্রজন্ম জানে। আর আমদের কে সঠিক কথাটি জানানোর মানুষগুলোই বা আর আছে কই??সবাই তো ব্যস্ত স্বাধীন বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যবসা রাজনীতি নিয়ে। ।
আমাদের মুক্তিযুদ্ধকে জানতে হলে তাই জানার পথটা নিজেদেরকেই তৈ্রী করে নিতে হবে। । এই চেতনা বোধ হতেই আমাদের চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এর স্বপ্নবাজ কিছু তরুন মুক্তিযুদ্ধ এর কিছু অপরিচিত মুখকে তুলে ধরার চেষ্টা করেছেন । আশা করি সবাই একটি বার করে হলেও ভিডিও টি দেখবেন এবং আমাদের কে জানাবেন এমন আরও অনেক অজানা মানুষের গল্প যাদের কথা আমরা দিনে দিনে অকৃ্তজ্ঞের মতো ভুলে যাচ্ছি.। .।
.। । । ]
[link|http://www.facebook.com/video/video.php?v=1524958334923
(বি,দ্র, - এই প্রেক্ষাপট নিয়ে সামুতেই কাউসার রুশো ভাই(প্রাক্তন ছাত্র,চুয়েট) তাদের জন্য ভালোবাসা নামে লিখেছিলেন। তার লিংকটিও দিলাম ঃ Click This Link)
বিজয়ের মাসে সবাই কে শুভেচ্ছা.।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।