আমাদের কথা খুঁজে নিন

   

উনাদের ফেসবুক প্রোফাইল লিংক

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

ব্যাপারটা এমন না যে ফেসবুক নিয়ে আমি খুব অবসেসড, কিন্তু একটা সময় ঠিকই এরা আমার লিস্টে ছিলো। কিন্তু পরে দেখলাম, এরাও মানুষ, আমিও মানুষ। তেমন আহামরি কোনো ব্যাপার না। শুধু ওদের একটু বেশি মানুষ চিনে। তাই এদেরকে আস্তে আস্তে আমার লিস্ট থেকে ডিলিট করে দিলাম।

আমারও তো প্রাইভেসি বলে ব্যাপার আছে, আমি কেনো অচেনা লোকদের লিস্টে রাখবো? যাই হোক, এগুলা যে ওদের সত্যিকারের আইডি সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারন কবে কোথায় কোন চ্যানেলে নাটক-টকশো বা কোন চিপায় এরা কনসার্ট করবে সেটা অনেক আগে থেকেই বলে দিতো। রিসেন্ট ছবি পোস্ট করতো আর একটা প্রোফাইলের লিস্টে আরো অনেকগুলা সেলিব্রেটি প্রোফাইল থাকতো। সবগুলা তো আর ভুয়া হতে পারে না। এবার আমার লিস্টে যারা ছিলো, এবং যাদের প্রোফাইলের ভ্যালিডিটির ব্যপারে আমি শিউর তাদের লিংক দিয়ে দিলাম।

মাকসুদ হক : গান গায় (ব্যান্ড: ঢাকা) রাসেল আলী : ওয়ারফেজের প্রাক্তন মেম্বার। মোস্তফা সারওয়ার ফারুকী শারিয়ার খান : কার্টুনইস্ট ইকবাল আসিফ জুয়েল : মাইলসের গিটারিস্ট বেজবাবা সুমন মিলা আরজে নীরব বাবনা করিম (ওয়ারফেজ) নাহিয়ান হাসান (পাওয়ারসার্জ) মেহমুদ আফ্রিদি/ টনি গোমেজ (ব্ল্যাক) মানিক রতন : কার্টুনিস্ট মারজুক রাসেল কামরুজ্জামান কামু : কবি রাশেদ উদ্দীন আহমেদ তপু (ব্যান্ড: যাত্রী) রাশেদ উদ্দীন আহমেদ তপু : (ব্যান্ড: যাত্রী) (উনার এত ফ্যান যে প্রোফাইল ২টা লাগে!!) সাব্বির হোসেইন তূর্য্ : ভাইব ব্যান্ডের ড্রামার রেদওয়ান রনি : নাটক পরিচালক (এফ-এন-এফ, হাউজফুল) সাজু (আর্টসেল) জিল্লুর রহমান : নাটক করে (হাউজফুল/ফিফটি ৫০) অনি হাসান (ওয়ারফেজ) সামিউল ইসলাম (পাওয়ারসার্জ) শামস মনসুর ঘানি (কিবোর্ডিস্ট, ওয়ারফেজ) ইফতেখার আহমেদ ফাহমি : নাটক পরিচালক (ফিফটি-৫০, হাউজফুল) কাজী রহমান : স্টোয়িক ব্লিসের র‌্যাপার রায়েফ আল হাসান : অর্থহীনের ড্রামার অনিলা চৌধুরী : (গান গায়। সুমনের সাথে ডুয়েট করছে। ফুয়াদের সাথেও গলা দেয়) অমিতাভ রেজা : নাট্যকার, বিজ্ঞাপন নির্মাতা নওরিন হাসান খান জেনী : আমিতাভ রেজার বউ, নাটকে অভিনয় করে। আনুশেহ আনাদিল : বাংলা ব্যান্ডের ভোকাল বুনো : বাংলা ব্যান্ডে বাজায়, আনুশেহ আনাদিলের জামাই।

মোহাম্মদ জোহাদ রেজা চৌধুরী : নেমেসিসের ভোকাল ফুয়াদ আল মুক্তাদির : হালের সো কলড মিউজিক কম্পোজার মোটকা ফুয়াদ আরমান মুসা : বাংলা গানের লিজেন্ড আব্বাস উদ্দিনের পরিবারের মেয়ে, গান করে। আরমান মুসা (উনার প্রোফাইল ২টা) আনিসুল হক : প্রথম আলোর অনিমেষ আইচ : নাট্যকার, বিজ্ঞাপন নির্মাতা আলিফ আলাউদ্দিন : গান গায়, উপস্থাপনাও করে। নোভা ফিরোজ : অভিনয় করে। হাউজফুলে অভিনয় করছিলো বন্যা মির্জা : অভিনয় করে এলিটা করিম : গান গায় ফাহমিদা নবী : গায়িকা ব্রাত্য রাইসু : খেক! আমাগো ব্লগার রাইসু হৃদি হক : অভিনয় ইরেশ যাকের : আলী ও সারাহ যাকেরের ছেলে। অভিনয় করে।

শাহানা বাজপেয়ী : গান গায়, অর্নবের সাবেক বউ। লামিয়া চৌধুরী : নায়িকা দিতীর মেয়ে, মোটকা ফুয়াদের গার্লফ্রেন্ড নওশীন নাহরীন মৌ : আরজে নওশীন হাসান মাসুদ : অভিনেতা, বিবিসি সাংবাদিক। হাসান মাসুদ : (উনার প্রোফাইল ২টা) গিয়াসউদ্দিন সেলীম : মনপুরা-র পরিচালক আজমেরী হক বাধন : লাক্স সুপারস্টার বাধন দেবাশিষ বিশ্বাস : পথের পাচালি উপস্থাপক, মুভি ডিরেক্টর। অপূর্ব ফারুক : অভিনয় করে, যে কিনা রিসেন্টলি প্রভার সাথে বিয়া পলাইয়া বিয়া করছে সুমন পাটোয়ারী : অভিনেতা, মোটা করে (হাউজফুল, এফএনএফ) ফেরদৌস বাপ্পী : মিউজিক এক্সপ্রেসের পরিচালক, স্কুল কলেজের বিতর্ক অনুষ্ঠান বানায় জর্জ লিংকন ডি কস্তা : আর্টসেলের ভোকাল লিংকন : উনার ২য় প্রোফাইল সিজান : আর্টসেল বেইজ মিশু সাব্বির : অভিনয় পার্থ বড়ুয়া : গান গায়, আজকাল অভিনয়ও করে ইবরাহীম কামাল আহমেদ : অর্থহীন/ওয়রফেজের গিটারিস্ট জেরিফ আহমেদ (পাওয়ার সার্জের নয়া গিটারিস্ট, বাপের নাম মানাম আহমেদ। মাইলসে বাজায়) সায়ান চৌধুরী : গায়ক অর্নব জন কবির : ব্ল্যাক ব্যান্ডের ভোকাল ============================================= ১) কোনো প্রোফাইল বন্ধ পাইলে বুঝতে হবে ব্যাটারা প্রোফাইল ডিএক্টিভেট করে দিছে।

এখানে কাঙালের কুনো দোষ নাই। ২)পোস্ট রেগুলার আপডেট হবে। নয়া লিংক পেলেই ঢুকায় দিবো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.