বিকট
২৫ ফেব্রুয়ারি থেকে যে নৃশংস হত্যাকান্ড ঘটলো তার প্রতিবাদ জানানোর ভাষা আমার নেই। নিহত সবার জন্যে শ্রদ্ধা। তাদের আত্না শান্তিতে থাকুক। গণকবর থেকে এখনও উদ্ধার করা হচ্ছে লাশ। মিলিটারি কর্মকর্তাদের লাশ।
যাদের মৃত্যুতে অনিশ্চিত হয়ে গিয়েছিলো অনেকগুলো পরিবারের ভবিষ্যত। তবে সৌভাগ্যের কথা সরকার তাদেরকে এই অসহায়ত্বের স্বীকার হতে দেয়নি। সরকারের তরফ থেকে ৫ লাখ টাকা দেয়া হচ্ছে। আর্মির তরফ থেকে ১০ লাখ। স্বজন হারানোর বেদনা থাকলেও আপাতত ভবিষ্যত নিয়ে নিরুদ্বিগ্ন থাকতে পারেন তারা।
কিন্তু আমরা কি ভুলে গিয়েছি যে এই অকারণ যুদ্ধে ভিকটিম শুধু সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারই নয়।
আমার জানামতে ৩ জন সাধারণ মানুষ মারা গ্যাছেন।
একজন রিকশাচালকের জীবনের কোনো দাম নেই?তার অসহায় পরিবারের দিকে সরকার তাকাবেনা?
অথবা ঢাবির নিহত দুই শিক্ষার্থী। বুক ভরা স্বপ্ন নিয়ে যারা ভর্তি হয়েছিলো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে।
আরও কিছু সাধারণ খেটে খাওয়া মানুষ..তাদের নাম মনে করার চেষ্টাও হয়তোবা কেউ কখনও করবেনা।
কিন্তু ভয়াবহ এই যুদ্ধে সেনা কর্মকর্তাদের মত তারাও শিকার।
তাদের পরিবার কেন ক্ষতিপূরণ পাবেনা?????
##এডিটকৃত অংশ-(ফালতু মিয়ার কমেন্টটা প্রাসঙ্গিক মনে হওয়ায় আংশিক তুলে দিলাম)-যে বিডিআর সদস্য অফিসারের জান রক্ষা করতে গিয়ে অথবা বাধ্য হয়েই অস্ত্র ধরে মারা পড়েছে তার কথা কেউ বলছে না কেন? কতজন বিডিআর নিহত হয়েছে তারও কোন হিসাব এখনও নেই। কিন্তু কেন? নিরপরাধ নিহত বিডিআর সদস্যদের পরিবার কি পাবে?????
?????????????????????????????????????????????????????????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।