যত মত, তত পথ আমি প্রগাঢ় অনুভুতি নিয়ে তোমায় ছুঁই, অথবা অনুভুতিহীনভাবে দূরে চলে যাই, পার্থক্য কি ? তুমিতো বরফ, গলবে না কখনই । তাপ দিলে নাকি বরফ গলে,যদি নাও গলে, তফাৎ কি ? এতো হাইড্রোজেন আর অক্সিজেনের প্রেমলীলা । ভালবাসায় কিনা হয় বলো । যদি ভালবেসে ফেলি,যদি নাইবা বাসি, কীসের কি ? কি যা তা বোকার মতো ভাবছি । যদি বোকা ভাব,যদিবা চালাকই ভাব, যাই ভাব ? আমাকে চেনার জন্যই তো ভেবেছ । যদি চিনে ফেল,যদি অচেনাই রই, ফারাকটা কই ? কষ্টতো পাবই ; অচেনা থাকার কষ্ট, চেনা মানুষের দেওয়া সৌখিন কষ্ট । যদি কষ্ট দাও,যদি সুখ দাও, কী এসে যায় ? তাতে কিছুটা অনুভুতি তো ছিল ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।