মাথায় টোকা মাইরা দেখেন তো ফাঁপা আওয়াজ আসে নাকি! চিন্তাগুলো এলোমেলো হয়ে আছে এখন আর শব্দের পিঠে শব্দ বুনতে পারি না বারবার সুতোগুলো ছিড়ে যায় তোর হাসিটাও আজকাল জলমোতি হয়ে শব্দজালের শোভা বাড়ায় না কিন্তু কেন? এখন কি আর তোর ঠোঁটে শব্দ খুঁজে পাই না? -পাই। "তবে জাল বুনতে দোষ কি?" -নাহ, কোন দোষ নেই। "তবে?" -এখনো তোর কথার ঠাস বুনোটে মন্ত্রমুগ্ধ হই অবাক বিস্ময়ে নিজেকে খুঁজে পাই ওই চোখের তারায় উন্মাতাল হই অল্প একটু পরশেই আর আমার সাথে শব্দগুলোও হারিয়ে যায় তোরই মাঝে তোর অধৈর্য প্রশ্ন, "কিন্তু লিখিস না কেন?" তোর মতো করেই উত্তর দেই, উফফ জালাসনে, আমায় আরেকটু ভালবাসতে দে। উৎসর্গঃ সাবালিকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।