http://profiles.google.com/mshahriar
শুনতে কি পাও- বাতাসের তান
পাতায় পাতায় তার শিহরণ
বয়ে যায় ৷
বুঝতে কি পাও- দূর পৃথিবী
ডাক দিয়ে যায়, নিরবধি
নিরালায় ৷
শুনতে কি পাও- সন্ধ্যার সুর
যেন মহাকালের বেদনা বিধূর
বেজে যায় ৷
দেখতে কি পাও- অবাক জোছনা
কুয়াশার চাঁদরে বাড়িয়ে ডানা
ডেকে যায় ৷
শুনতে কি পাও- উদাসী দুপুর
ফিরিয়ে আনে সেই হারানো সুর
বারে বার ৷
দেখতে কি পাও- রামধনু রঙে
সাজে পৃথিবী আপন মনে
একেলা ৷
শুনতে কি পাও- পৃথিবীর গান
তারায় তারায় তার অভিমান
মিশে রয় ৷
বলা না বলা তার কত কথা
আঁধারে হারিয়ে যায় নীরবতায়
শূন্যতায় ৷৷
------------
© রোডায়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।