আমাদের কথা খুঁজে নিন

   

নিঃশব্দ বচন

ঈদ মুবারাক

আকাশ থেকে পেড়ে আনা তারার ফুল পড়া মেয়েটি শাড়ীর আঁচলে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছে পুরো আকাশটাই। আমার হৃদয়াকাশে আজ কোন তারা নেই, নেই চাঁদ। অভিমানী সন্ধ্যাগুলো এমন করেই চুরি হয়ে গেছে প্রতিদিন। সেই যে একদিন তার আঁচল ভরে দিয়েছিলাম একরাশ কদম ফুলে তারপর থেকে কদম ফুল আর দেখি না। সারাটা শহর খুঁজেও কোথাও একটা ফুল পেলাম না।

দোলনচাঁপার খোঁজে ঘুরে ঘুরে ক্লান্ত আমি ডুবে গিয়েছিলাম একদিন চোরাবালিতে। মরেই তো যাচ্ছিলাম। খুব আক্ষেপ নিয়েই সৃষ্টিকর্তাকে বলেছিলাম 'হে প্রভু যাবার আগে একটি জিনিস তার হাতে দেবার সময়ও দিলে না! আমার এই অপরুপ আকাশ খানি তাকে দেবার একটিবার সুযোগ দাও!' বুঝি আমার প্রাণের আকুতিই টেনে নিয়ে এলো তাকে। সে এসেই দু'হাত পেতে চাইলে আমার প্রাণ 'দাও সেই গোধুলী লগ্নের আকাশ খানি'। ঐ যে দেখা যায় তার সবুজ আঁচলের ফাঁকে আমার নীলাভ রক্তিম আকাশ।

মৃত্যু বসে আছে আমার পাশেই চুপচাপ। আর আমিও তার বাড়ানো হাতখানি চেয়ে চেয়ে দেখছি। বুকের মাঝে শূন্য গহবর থেকে প্রতিনিয়ত ফেনিয়ে উঠছে আঁধার। অন্ধকারে আমার খুব ভয়। বুকের মাঝে সীমাহীন আঁধার! ভাবছি ঐ আঁধারে থাকব কেমন করে আমি।

মৃত্যু আমার শিউরে ওঠা মুখের পানে চেয়ে হাসলে। 'চল। তোমার সময় ফুরিয়েছে। ' সবুজ আঁচলের ফাঁকে নিলাভ আকাশ সূর্‍্যকে ডুবিয়ে দিলে সমুদ্রের অথৈ জলে। সবুজ আঁচল, তারার ফুল ফিরেও চাইলে না সেই অন্তিম মুহুর্তে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।