বাস্তবতাময় প্রকাশ্য জামাতের আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন মূলত জামায়াতের পৃষ্টপোষকতা! কারন এতে আর্থিকভাবে জামায়াত লাভবান হয়, শক্তিশালি হয়..... এ কথা যদি যদি আমি বিশ্বাস করি- তো আমাকে এমন লেনদেন বন্ধ করতে হবে। এ চিন্তা যদি আমি সমর্থন করি তো আমাকে বলতেই হবে- মৌলবাদকে সমর্থন দেয়া, মৌলবাদকে শক্তিশালি করার যে কোন প্রচেষ্টা, মৌলবাদের পৃষ্টপোষকতার নামান্তর। এখন প্রশ্ন হলো- ভোটের রাজনীতির হিসাব নিকাসে, ৮৫% মুসলিম অধ্যাসিত ভোটারের অনুভুতি বিকাশে আওয়ামীলীগ সরকার যে হেফাজতে ইসলামের হেফাজত আর খেদমত করে যাচ্ছে তা কি মৌলবাদকে শক্তিশালি করছে না? মৌলবাদকে শক্তিশালি করার এ প্রচেষ্টা কি মৌলবাদের পৃষ্টপোষকতা নয়? আমার দুঃখ হয়- গনজাগরন মঞ্চ প্রশ্নবিহীন অনুগত্যে টিভি ক্যামেরার সামনে পড়ে আছে গনজাগরনের মিডিয়া সেন্টারে! ক্লান্ত হয়ে পড়েছে লাকি আক্তার! হুমায়ুন আহমেদের "তুই রাজাকার" বলা তোতা পাখি এখন স্যারের সর্বশেষ বইয়ের রয়্যালিটির হিসাব নিয়ে ব্যাস্ত! আর যেভাবে ব্লগ ব্লক আর ব্লগারদের গ্রেফতার শুরু হয়েছে, সেখানে তোতা পাখিও বোঝে শাষকের চোখের ভাষা..... এখন শুধু হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসনের রুপকথার সেই পাগল দরকার, যে চোখের মাথা খেয়ে নিজেকে সৎ প্রমানে নিয়োজিত না হয়ে বলতে পারবে- রাজা ন্যাংটা!!! যে পাগল উদ্যাম তারুন্যের মাঝে শেখাবে নতুন বর্নমালা- ব তে বিএনপি- তুই মৌলবাদের দোসর, তুই মৌলবাদী..... আ তে আওয়ামীলীগ- তুই মৌলবাদের পৃষ্টপোষক, তুই মৌলবাদী....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।