আমাদের কথা খুঁজে নিন

   

মানুষই হয় বিশ্বাস ঘাতক

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

যারা বলে 'সব শালা বিশ্বাস ঘাতক' তারাই সঠিক বন্ধু বলো রক্ত বলো আত্মীয় বা অনাত্মীয় একান্ত নিকটে যারা তারাই বিশ্বাস ভঙ্গ করে বেশি। সুযোগ পেলেই সব চালায় ছুরিটা বুকে ডেকে আনে অপঘাত, মৃত্যুর অাঁধার। বেশ্যার নিকট গিয়ে তবু চুক্তিবদ্ধ হওয়া যায়ই- শুধু ভালোবাসার বিশ্বাসে হয় না ভালোবেসে; এক যুগ কেটে গেলেও হয় না আপন মানুষ শুধু ভেঙে ফেলে সকল বন্ধন কামনার তোড়ে। মানুষই হয় একমাত্র বিশ্বাস ঘাতক কাছে এসে হয় না বনের পশু কোনোদিন, করলে লালন তাকে। তাই বন্ধু বলো রক্ত বলো আত্মীয় বা অনাত্মীয় বিশ্বাস ক'রো না কখনো মানুষ নামের এ জন্তুটাকে; দেখো, সব শালাই তোমার ঘাতক হবে যে একদিন ক'রো না বিশ্বাস তাকেও যে আছে খুব নিকটে তোমার। 27.01.2004

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.