আমাদের কথা খুঁজে নিন

   

মানুষই হচ্ছে আসল এলিয়েন

আপন আলোয় উজ্জল............. সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা দাবি করেছেন, মানুষই হচ্ছে আসল এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী। গবেষকদের দাবি, মানুষ অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীতে এসেছে। ভিনগ্রহ থেকে পৃথিবীতে প্রথম প্রাণের বীজ প্রোথিত হয়েছিল প্রায় ৩৮০ কোটি বছর আগে। টেলিগ্রাফ। সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির গবেষকরা এলিয়েন বিষয়ে নতুন এ তত্ত্ব দিয়েছেন।

গবেষক চন্দ্রা বিক্রমাসিংহে দাবি করেছেন, নতুন গবেষণা মানুষের এলিয়েন হওয়ার বিষয়টি সমর্থন করে। কোনো ধূমকেতু থেকে পৃথিবীতে প্রথম কোনো ক্ষুদ্র প্রাণ বা ব্যাকটেরিয়া এসেছিল। পরে তা থেকেই ক্রমান্বয়ে মানুষ তৈরি হয়েছে। চন্দ্রা আরও জানান, ধূমকেতুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের ফলেই প্রাণের সৃষ্টি হয়েছে। আর এভাবেই মানুষ মহাবিশ্বের একটা অংশ হয়ে গেছে।

মহাজগতের সঙ্গে তাদের পূর্বসূত্র রয়েছে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির অ্যাস্ট্রোবায়োলজি সাময়িকীতে। গবেষকদের মতে, প্রতিটি সৌরজগত্ সৃষ্টি হওয়ার সময়ই ধূমকেতু থেকে কিছু ব্যাকটেরিয়া চলে আসে এবং তারা অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। এরপর এগুলো বাড়তে থাকে এবং জটিল প্রাণের উদ্ভব ঘটে। একভাবেই অন্যান্য গ্রহেও প্রাণ সৃষ্টি হয়েছে এবং এক গ্রহ থেকে আরেক গ্রহে প্রাণের স্থানান্তর ঘটছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.