আমি শুনতে পাই লক্ষ কোটি ফিলিস্তিনীর আর্তনাদ...হাহাকার BPL নিয়ে অনেকে অনেক কথা বললেও এই উদ্যোগ কিছুটা ভাল লেগেছিল এই কারনে যে এতে হয়ত বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্য আকর্ষনিয় ভাবে বিশ্ব ক্রিকেটপ্রেমী মানুষের কাছে তুলে ধরা হবে। কিন্তু আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান দেখে একটা জিনিষ বুঝলাম, আমরা যে একটা নির্লজ্জ ও হীনমন্য জাতি তা ক্রমশ পরিষ্কার হতে চলেছে।
ক্রিকেট প্রতিযোগীতার নাম “বিপিএল” অর্থ্যাৎ বাংলাদেশ প্রিমিয়ার লীগ। এটা কিন্তু “বাংলাদেশ ভারত প্রিমিয়ার লীগ” না। কিন্তু আমরা কি দেখলাম? উদ্বোধনী গানের সময় মঞ্চে তিনজন গায়কের মধ্যে দুইজনই ভারতীয়!!! বাংলাদেশ ভারত যৌথ উদ্যেগে হলে আমার কোন কথা ছিল না, কিন্তু বাংলাদেশের নিজস্ব একটা টুর্নামেন্টে ভারতীয়রা কেন?? ভারতের একটা প্লেয়ারও আসল না খেলতে অথচ আমরা দুই ভারতীয়কে দিয়ে একটা অনুষ্ঠানের সূচনা সঙ্গিত গাওয়ালাম!!! সেখানে কুমার বিশ্বজিৎকে তো ৩য় পক্ষটাইপ কেউ বলে মনে হয়েছে।
বিরক্ত হয়ে টিভি বন্ধ করে একটা ঘুম দিলাম। ঘুম ভাংলো আমার এক বন্ধুর ফোনে। সে বলল টিভিতে বিপিএল এ নাকি ব্যাপক তামাশা হচ্ছে। টিভিতে চ্যানেল নাইন ঘুরিয়ে দেখলাম এক নর্তকী মাথায় বোতল নিয়ে কুৎসিত ভঙ্গিতে নৃত্য করছে!!! সে আবার যাবার সময় দর্শকদের উদ্যেশ্য ফ্লাইং কিস দিয়ে গেল। আর দর্শকরাও দেখলাম হো হো করে আনন্দ প্রকাশ করল!! এরপর আসল শান, সে এসে মে হু ডন গাওয়া শুরু করল!!!
আর শান গান গেয়ে যাবার পর, বিপাশা বসু এসে নাচা শুরু করল!! একটু পরে দেখি সে হাটু উন্মুক্ত করে নাচানাচি শুরু করল!!! আর কিছু হিজরা পাবলিক দেখি বিপাশার নাচ দেইখা নিজেরাও নাচানাচি করতে লাগল!!!
আমি শেষের কিছু সময় অনুষ্ঠান দেখে একদম বাকরুদ্ধ হয়ে পরি।
যেখানে বাংলাদেশ বিশ্বকে নিজেদের পরিচয় বিশ্ববাসীর কাছে গর্ব করে তুলে ধরবে, যেখানে আমাদের বরিশাল, রাজশাহী, সিলেট, ঢাকা বিভিন্ন জেলাকে চেনানো হবে, সেখানে একি দেখানো হচ্ছে?? আমাদের মাতৃভাষা কি হিন্দি?? ছাম্মাক ছাল্লো, মুন্নি বদনাম এগুলো কি আমাদের দেশের গান??? এমনকি উপস্থাপিকাও বিদেশী যে কিনা বাংলা অনেক কষ্ট করে বাংলা বলার চেষ্টা করছে!!!
আমি বিপিএল এর আয়োজকদেরকে কিছু জানাতে চাই। বিপিএল এর বি দিয়ে বাংলাদেশ বোঝায় ভারত (Bharat) না। চট্টগ্রাম, রাজশাহী এগুলো বাংলাদেশের জেলা, ভারতের কোন প্রদেশ না। আর আমাদের মাতৃভাষা বাংলা, হিন্দি না। দয়া করে এই কথাগুলো অন্তর দিয়ে বোঝার চেষ্টা করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।