আমাদের কথা খুঁজে নিন

   

আমি তোমায় ভালোবাসি..

তোমার কথা ভাবতেই আমার ভিতরে মুগ্ধতা ছড়িয়ে পরে । খুব ফিল্মি স্টাইলে বলছি কি ? তবে তোমাকে দেখলেই আমার চারপাশ এর সবকিছু বদলাতে থাকে , নিতান্তই ঘোর এর মধ্যে থাকি আমি , চিন্তাশক্তি লোপ পেয়ে বসে , সাধারণ ইন্দ্রিয় কাজ না করে অসাধারণ ইন্দ্রিয় তার প্রভাব চালিয়ে যায়... এতদিন পরে বুঝতে পারলাম ; সিনেমা তে প্রেম এ পরলে যে নাচ-গান দেখায় আসলে মন্দ না মশাই...! আজ তোমার চৌকাঠ ছুঁয়ে আসলাম... তুমি জানলেও না... তুমি হয়তো ঘুমিয়েছিলে, হয়তো গান শুনছিলে, হয়তো বা মেতে ছিলে নিজেকে নিয়ে... তুমি জানলেও না... তুমি জানলেও না আমার মৃত্যুর পূর্বমুহূর্তে আমার অনুভূতি গুলো কি ছিল...!!! আজ আমার আত্মার মৃত্যু হয়েছে... তবে জেগে আছি আমি, জেগে আছে আমার শরীর... কিন্তু আক্ষেপ একটাই তুমি জানলেও না , আমি গিয়েছিলাম... হ্যাঁ আমি গিয়েছিলাম, তোমার চৌকাঠ ছুঁয়ে বলে আসতে, আমি তোমায় ভালোবাসি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।