আমি নিজেকে একজন দেশপ্রেমিক ভাবতে পছন্দ করি,কিন্তু আমি ভাল করেই জানি আমি কি? আমাকে একজন বিশ্বাসঘাতক বললেও কম বলা হবে। একটু ডিটেল্স বলি,এ মাসের এক তারিখে, স্বাধীনতার মাসের শুরুতে আমি আমার ফেসবুকের ছবি পাল্টে জাতীয় পতাকাকে আমার প্রোফাইল ছবি বানিয়ে দেশপ্রেমিক(!) বনে গেলাম,ডিসেম্বর মাস পুরোটা রাখাবো সে প্লানও করলাম। অথচ আমি কি ধরণের বক ধার্মিক একটা উদাহরণ দিলেই স্পস্ট হয়ে যাবে। প্রায় এক বছর হলো 'শাহপরাণ হল' এ আছি,অথচ এক মাসের সিট ভাড়াও দেইনি, মনের ভুলে। কেন দেইনি, টাকা ছিলনা? ছিল, তবুও আজ দেব কাল দেব করে আর দেয়াহয়নি,ছাত্রলীগের অন্যান্য(ব্যতিক্রম ছাড়া) দের মতো আমিও একজন অবৈধ হল মেম্বার! মাসে ২৫০ টাকা বাঁচাতে গিয়ে আজ আমি নিজের, সাথে নিজ দেশের সাথে বেঈমানী করছি অবিরত। সিলেটের মত ব্যয়বহুল শহরে প্রতিমাসে আমার সর্বসাকুল্লে খরচ মাত্র ২০০০ কি ২৫০০টাকা(খাওয়া খরচ সহ), যেখানে আমার বন্ধুরা যারা হলের বাইরে থাকে তাদের ৫০০০ টাকাতেও মাস চালাতে হিমসিম খেতে হয়! হল আমাদের যেসব সুবিধা দেয় তা যদি টাকায় প্রকাশ করি তাহলে মাস প্রতি ৭০০০ টাকাও কম বলা হবে! আমাদের বিদ্যুত বিল,পানি বিল,গ্যাস বিল, পত্রিকা বিল, ইন্টারনেট বিল,বুয়া বিল দিতে হয় না,বাজার করতে যেতে হয় না, এমনকি নিজেদের রুমটা পর্যন্ত ঝাড়ু দিতে হয় না, উপরন্তু আমরা ভি.আই.পি. বলে বিবেচিত! আমাদের লোডশেডিং ফ্রি অঞ্চলে বসবাস, রাতদিন ২৪ ঘন্টা ফ্রি ইন্টারনেট( WI-FI),পত্রিকা রুম,টিভি রুম,রিডিং রুম,প্রেয়ার রুম,শহরে যাওয়া-আসার জন্য ফ্রী বাস,খেলার মাঠ সহ হাজারো সুবিধা। বছরে মাত্র তিন হাজার টাকার জন্য আজ আমি নিজের বিবেকের কাছেই আটকে গেলাম। আমি নিজের জায়গা থেকে বুকে হাত দিয়ে বলতে পারব না আমি একজন সত্, আমি দূর্নীতি পরায়ন না। এখন আমার সাথে একজন ঘুষখোর রাজনৈতিক নেতা বা অফিসারের বিন্দু মাত্র ফাঁরাক নেই! ভাবতেই মরে যেতে ইচ্ছে করছে। আমার দরিদ্র দেশ আমার পিছে কত টাকা খরচ করছে আর আমি তাকে এভাবে ফাঁকি দিচ্ছি,আমি কবে তাকে বুঝতে পারবো??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।