আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসঘাতক



ছেলেটি তার বন্ধুকে খুবকরে বলেছিল দোস্ত আমার মনের কথাটা তোরে কইলাম তুই যেন লিক করিস না! কিন্তু সেই বন্ধুটি তার কথা রাখল না, আপনারাই বলুন এ আবার কেমন বন্ধু? এইবার সে তার এক মেয়ে বন্ধুকে বলল, সেও বলে দিল, ব্যাপারটাকি বলুনতো? আসলে ছেলেটি কী বলেছিল? আমি ফোনে প্রচুর কথা বলতে পারি। কিন্তু বিয়ের পর একদমই ভালো লাগে না। হঠাৎ বাংলালিংক এর ১০% ফ্রি অফার পেয়ে বিরক্ত লাগলেও ঘুম ভাঙলেও কথা বলি, কিন্তু মাস শেষে শুনি অফারটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বলুনতো কেমন লাগে? তবে ধন্যবাদ আবার ২০% করায়। তবে গ্রামীণের মতো চালাকি শিখে যাওয়ায় এখন আর ১শ দেড়শ ফ্রি মিনিট পাই না। হায় আফসোস! আপনাদের মনের কথা জানালে খুশি হবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।