আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসঘাতক বন্ধু

গল্পঃ (১) বাংলাদেশের ইতিহাসে একই সাথে রসিক এবং জঘন্য এই দুটি বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ । এই ব্যক্তিটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত কাছের মানুষ হিসেবে বিবেচনা করতেন । অথচ এই "হারামী" "মীরজাফর" খন্দকার মোশতাক ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর সেনাবাহিনীর সাহায্যে ক্ষমতা গ্রহন করে, রেডিওতে অত্যন্ত আবেগমথিত কন্ঠে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে জাতির "সূর্যসন্তান" হিসেবে আখ্যায়িত করেছিলেন ! এই ব্যক্তিটি তাজউদ্দিন আহমেদ সম্পর্কে বঙ্গবন্ধুকে উল্টাপাল্টা কথা বলে তাজউদ্দিনকে বঙ্গবন্ধুর কাছে থেকে দূরে ঠেলে দিয়েছিলেন । গল্পঃ(২) ক্যান্টনমেন্টের বন্দী দশা থেকে জিয়াউর রহমানকে উদ্ধার করে তার জীবন বাচিয়ে ছিলেন কর্নেল তাহের । জিয়াউর রহামান কর্নেল তাহেরকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, বন্ধু তোমার এই উপকার আমি জীবনেও ভুলব না ।

জিয়া কর্নেল তাহের সাহেবের উপকার কতটুকু মনে রেখেছিলেন তা আমরা কেউই জানিনা, তবে কর্নেল তাহেরকে যে, জিয়া ফাঁসিতে ঝুলিয়ে ছিলেন সেটা কারো অজানা নয় । বিঃদ্রঃ খন্দকার মোশতাক এবং জিয়া টাইপের অনেক বন্ধু আমাদের আশে-পাশে অনেক আছে । আমাদের উচিত এদের কাছে থেকে সাবধান থাকা । একটা কথা প্রচলিত আছে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার নেই । ঠিক তেমনি এদের মতো বর্ণচোরা বন্ধু থাকলে শত্রুর দরকার হবে না ।

সুতরাং সাবধান ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।