কিছুক্ষন আগে প্রচন্ড খিদা লাগছিল। কি খামু কি খামু করতে করতে মাথায় একটা কুইক রেসিপি মনে আইলো । রাইন্দা খাইলাম। মনে হইলো্ যে অনেক ব্লগার ভাই ও বোন এরা রাত ্যাইগা ব্লগিং করেন। তাদের হয়তো খিদা লাগে।
এই কুইক রেসিপি পাইলে হয়তো তাগো কুইক পেট ভরবো। লগে কিছু ফটোও দিলাম (মোবাইলের কেমেরা ভালো না, তাই ছবি ভালো আসে নাই )। আশা করি সবায় রাইন্দা খাইবেন আর আমারে জানাইবেন কেমন লাগলো।
উপকরণ:
১। দুই কাপ সিদ্ধ পানি।
২। এক পেকেট লুডুলস।
৩। একটা ডিম (অপসোনাল)
৪। ডেকচি
৫।
চামচ
৬। চুলা
৭। আগুন
(আমি খেয়াল কইরা দেখছি ্যে লাস্ট এর চাইরটা উপকরণ অনেক এ বাদ দেয় )
রন্দন প্রণালী:
১। প্রথমে চুলায় আগুন জ্বালান
২। চুলায় ডেকচি দেন
৩।
ডেকচিতে দুই কাপ সিদ্ধ পানি দেন।
৪। পানি ফুটতে শুরু করলে লুডুলস দেন।
৫। চাইলে ডিম ভেঙ্গে দেন।
৬। কিছুক্ষন নাড়াচাড়া করুন।
৭। সুপ টাইপ খেতে চাইলে হালকা পানি থাকনে নামাইয়া ফেলান। (আমি যেমনে খাই)
৮।
নাইলে একবারে পানি শুকাইয়া ফেলান।
৯। এইবার চামচ দিয়া খাওয়া শুরু করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।