আমাদের কথা খুঁজে নিন

   

আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ সমন্বয়ের সময় বাড়ল

আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের মার্চেন্ট ব্যাংকিং বা ব্রোকারেজ কার্যক্রমে দেওয়া অতিরিক্ত ঋণ সমন্বয়ের জন্য সময়সীমা বাড়িয়ে এবং প্রদত্ত মূলধনকে পুঁজিবাজারে বিনিয়োগের হিসেবের বাইরে রেখে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবারে দেওয়া এই সার্কুলারে বলা হয়, কোনো আর্থিক প্রতিষ্ঠান তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে (মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ কার্যক্রম) যে মূলধন দেয়, তা পুঁজিবাজারে ওই প্রতিষ্ঠানের বিনিয়োগ হিসেবে গণ্য করা হবে না। এছাড়া কোনো কোম্পানিতে আর্থিক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ইক্যুইটি বিনিয়োগকেও পুঁজিবাজারে ওই প্রতিষ্ঠানের বিনিয়োগ হিসাবের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না। সার্কুলারে আরও বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের পুঁজিবাজার সংশ্লিষ্ট সাবসিডিয়ারিগুলোতে (মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ কার্যক্রম) নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থ ঋণ দিয়ে থাকলে তা সমন্বয়ের জন্য ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত সময় পাবে। বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধানের কাছে সার্কুলারটি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২৪ নভেম্বর পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিনিয়োগ সংক্রান্ত একই ধরনের সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে ঋণ সমন্বয়ের জন্য ব্যাংকগুলোকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। সাবসিডিয়ারি কোম্পানিকে দেওয়া মূলধন এবং কোনো কোম্পানিতে দীর্ঘমেয়াদী ইক্যুইটি বিনিয়োগকে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ হিসেবের বাইরে রাখা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.