বৈশাখ নিয়ে লিখছি, তাই চৈএ র খুব মুখভারী,
কি করব-কাল, ব্লগে আমার নিক টা যে সত্যচারী।
চৈএ র পর বৈশাখ যেন গ্রীষ্মের আগে বসন্ত,
সাল গুলো বড় একঘেয়েমী চলমান কাল অনন্ত।
বৈশাখ মানে পান্জাবী-শাড়ি, খোপায় সফেদ কাঠবেলী,
এই একদিনই অনেকেই মোরা খুব প্রভাতেই চোখ মেলি।
রাতভর আকো আলপনা আর খুব সকালে পান্তাভাত,
উদ্দীপনায় উদযাপিত বৈশাখের প্রথম প্রভাত।
বটগাছগুলো লোকারণ্য, সঙীতধ্বনি আশপাশে,
প্রতিদিন যেটা বাসি-ভাত, আজ গিলছে সবাই গোগ্রাসে।
বছরের এই একট দিনই স্মরণ করি বাংলা সন,
বাকী দিন গুলো খ্রিষ্টাব্দেই ব্যাবহার করা প্রয়োজন।
তবু আসে কাল, যেমন করে দিবস অস্তে রজনী,
সেই ছায়াঘর, শ্যামল অবসর, উষ্ম বন্গজননী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।