আমাদের কথা খুঁজে নিন

   

হিসেব চাই…………নীলাঞ্জনা নীলা

আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল প্রতিটি মৃত লাশের পরিচয় চাই । কতো গ্যালন গ্যালন রক্ত মিশেছে এই মাটিতে ? আমি তার হিসেব চাই । কতোজন রাজাকার পতাকার নীচে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার বক্তৃতা দেয় ? আমি জানতে চাই । কতোজন নারী গর্ভ ধারণ করেছে জঘণ্য শুক্রাণু , নগ্নতার লজ্জ্বায় আত্মহত্যা করেছে কিশোরী তিলোত্তমা , বীরঙ্গনা উপাধী দিয়ে কতোজন নারী কে আশ্রয়হীন করেছে আমাদের সম্মানিত বুদ্ধিজীবিরা ; আমি এসবের হিসেব চাই । ক'জন বোন হারিয়েছে প্রিয়তর ভাই ? মুক্তিযুদ্ধ বিরোধীরা আজ সদর্পে হাঁটা-চলা করে , ভি.আই.পি পরিচয় নিয়ে আমার উঠোনে এসে আমাকেই চোখ রাঙায় ।

আজ আমি সমস্ত কিছুর হিসেব চাই আমাকে সেই হিসেব দিতে হবে । **ফেব্রুয়ারী---এই মাসটি এলেই আমরা বাঙ্গালী হয়ে যাই পুরোদমে । শহীদ মিনার কে আলপনা দিয়ে সাজাই । লেখা-লেখি একেবারে বাংলা ভাষা আর শহীদ মুক্তিযোদ্ধাদের নিয়ে । ফেব্রুয়ারী-মার্চ-ডিসেম্বর এলেই আমাদের বাঙ্গালিয়ানা একেবারে উচ্চমাত্রায় অবস্থান করে ।

আমি নিজেও তো আজ যে লেখা দিলাম ফেব্রুয়ারী কে ভেবেই তো । যদিও লেখাটি লিখেছিলাম গত বছরের এপ্রিলে । আজ অব্দি বিশেষ দিন ভেবে বাঙ্গালিয়ানা ফলাইনি , আর তাই লেখাও হয়নি । লিখেছি যখনই মনের ভেতরে অজস্র প্রশ্ন জমা হয়েছে । ** এন্টিগোনিশ , কানাডা ১৬ এপ্রিল , ২০১১ ইং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।