আমাদের কথা খুঁজে নিন

   

হিসেব

মৌনতার দীর্ঘশ্বাস...

যখন সন্ধ্যা গুটি পায় দরজায় এসে কড়া নাড়ে... সরব অগ্নি গোলক দূর দিগন্তে ডুব দেয় চুপিসারে... যখন আঁধার আমার ঘরে আঁকে আলো ছায়া... দেয়ালে আবছা আলো জন্ম দেয় গতিময় কালো কায়া... যখন ঝিঝিঁর ডাক কানে অপার্থিব মনে হয়... নিশাচরের করুণ কন্ঠে কেঁপে উঠি জড়িয়ে ধরে নির্লজ্জ ভয়... তখনো আমি জেগে থাকি আকাশের গায়ে কত স্বপ্ন আঁকি হিসেবের হিসেব বড় হয় আর কতটা বাকী...???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।