আমাদের কথা খুঁজে নিন

   

হিসেব নিকেশ

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

দিন গুনলে মনে হয় বড্ড বেশি সময় চলে যাচ্ছে, হাতের আঙুলে আর জায়গা হয় না; তাই বছর গুনি, তাতে করে অংকটা কমে আসে। ইদানিং বছর গুণতেও ভয় হয়; রেখা ভাগ করা মলিন আঙুলে গুণতে শুরু করলে আশংকাজনকভাবে দু’তিনটে আঙুল ডিঙিয়ে যায়। এভাবে একসময় বছরের হিসেবটাও সবগুলো আঙুল পেরিয়ে বিশাল সংখ্যায় দাঁড়াবে; তাই হিসেব কষতেই ভয় হয়। কত বছর তোমাকে দেখি না? অংকে কাঁচা হলেই বোধহয় ভালো ছিলো! ১৬ জুন, ২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।