আমাদের কথা খুঁজে নিন

   

হিসেব নিকেশ ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

তোমার সবটুকু কষ্ট সবটুকু জখমের তীব্র আর্তনাদ কালচে রক্তের মতোন সেদিন রাতে চুপি চুপি শিশির হয়ে গড়িয়ে পড়লো আমার ভেঁজা বালিশে । সেই থেকে আমি কষ্টের কারুকাজে বেদনার আতিশয্যে সাজিয়েছি আমার কুঠরী, শোকের গালগল্পে ! কষ্ট বিলাসী আমি অনেক কষ্টের দামে আমার লালিত বাগানে সুখের গোলাপ ফোটাই যার লাল রঙ আভা গোধূলীর সূর্যের মতো ছুঁয়ে আছে তোমার ঠোটে ! আমি বিপুল প্রেমে পরাজিত ভালোবাসার প্রার্থী এক বিজয়ী হয়নি যে হৃদয়ের ভোটে ! লিখন ডিসেম্বর-১৫.২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।