ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। আমি কোন কবি নই-
নই কোন লেখক বা অন্য কিছু।
আমি এক সাধারণ মানুষ,
যার জীবন হাসির আদলে কান্না ঘেরা।
লিখতে চাইনা আমি-
তবুও হাতকে আঁটকে রাখতে পারি না।
উপাদেয় নই আমি কারো কাছে,
বা আমার কোন উপাধী নেই।
উপাধী যে একটাই,
আমি এক ভাঙ্গা কুলো।
তবুও আজ অসংশয়িত,
বা একটুও বিচলিত নই।
আমার মস্তিষ্ক যদি প্রতারনা না করে-
সেদিনের শেষ বিদাই ও অপমান।
আমি কোনদিন ভুলতে-
পারবনা হয়ত।
তাই লিখে যাই কবিতা,
যদি মস্তিষ্ক প্রতারনা করে।
কিন্তু আমার কবিতা যে কখনো-
প্রতারনা করবেনা তারমত বা মস্তিষ্কের ন্যায়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।