আমাদের কথা খুঁজে নিন

   

মস্তিষ্কের ক্ষতি করে কীটনাশক

বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, এপ্রিল মাসে মৌমাছি এবং ইঁদুরের উপর একটি নিওনিকোটিনয়েড কীটনাশকের নেতিবাচক প্রভাবের আবিষ্কারের পর সেটি ইউরোপে নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। নিওনিকোটিনয়েড হচ্ছে কৃত্রিমভাবে উৎপাদিত কীটনাশক যা ফসলের পুরোটাই কীটপতঙ্গের জন্য বিষাক্ত করে ফেলে।
এক সাম্প্রতিক বিবৃতিতে দুই ধরনের নিওনিকোটিনয়েড, ইমিডাক্লোপ্রিড এবং এইসটামিপ্রিড কীটনাশকের ব্যবহার নিয়ে সতর্ক করে দিয়েছে ইএফএসএ। এই কীটনাশকগুলো মানব দেহের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশংকার কথা জানিয়েছে সংস্থাটি। কীটনাশকগুলো মানবমস্তিষ্কের স্নায়ুতন্ত্র গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, একাধিক গবেষণায় এমন তথ্য বেরিয়ে আসায় এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।
মানবশরীরের জন্য কম ক্ষতিকারক বলে পরিচিতি ছিল এই কীটনাশকগুলোর। গত দুই দশকে এ কারণেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে নিওনিকোটিনয়েড কীটনাশক। তবে ইউয়ের সাম্প্রতিক প্রতিবেদন ফসলের মাঠে কীটনাশকের ব্যবহার নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।