উৎকৃষ্ট সংগীতে বিনোদন ছাড়াও নতুন একধরনের উপকারিতার সন্ধান মিলেছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকদের দাবি, একজন ব্যক্তি যদি শৈশবে সংগীত চর্চা করেন, তাহলে পরবর্তী সময়ে সেই অভ্যাস ধরে রাখলে বা ছেড়ে দিলেও বহু দশক পর পর্যন্ত এর প্রভাব রয়ে যায়। ফলে, তাঁর মস্তিষ্ক শব্দ প্রক্রিয়াজাতকরণ বা শোনার ক্ষেত্রে বাড়তি সুবিধা পায়। ৫৫ থেকে ৭৬ বছর বয়সী ৪৪ জন স্বেচ্ছাসেবীর ওপর গবেষণার ভিত্তিতে জার্নাল অব নিউরোসায়েন্স সাময়িকীতে এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা পরিবর্তনের পাশাপাশি শব্দ ধারণ বা শ্রবণশক্তিও পাল্টায়। ইনডিপেনডেন্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।