আমাদের কথা খুঁজে নিন

   

মস্তিষ্কের প্রতারণা

বিষয়টি তুচ্ছ, তবে মামুলি নয়। গভীর চিন্তার বৈকি। আমার নিজের উপর ঘটে যাওয়া ঘটনাটি সবার সাথে শেয়ার করছিঃ-
তারিখঃ ৯ এপ্রিল ২০১৪।
সময়ঃ সকাল ০৮-৩০ ঘটিকা।
স্থানঃ নিজের বাসা ।


অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছি। রোজই বাহিরে যাবার সময় বাসার চাবির গোছা সাথে নিয়ে যাই। কিন্তু চাবি খুঁজতে গিয়ে দেখি বাসার চাবির গোছাটা যথাস্থানে নেই, শুধু গাড়ির চাবিটা পড়ে আছে । কিন্তু কোথায় গেল চাবির গোছাটা ?
এই চিন্তা থেকে স্মরণ করলাম, কাল রাতে পাড়ার মোড়ের দোকানে যাবার সময় গাড়ির চাবি এবং বাসার চাবির গোছাটা সাথে নিয়েছিলাম। কারণ অনেক সময় বাসার গেইট বিনা নোটিশে তালাবদ্ধ থাকে, তাই ।

অতঃপর গলির মোড়ের দোকানটায় খানিক আড্ডা দিয়ে ফিরে আসি। আর ফেরার পথে গাড়ির দরজা খুলে ডোরের লকগুলো চেক করে তালাবদ্ধ করে বাসায় ফিরি।
তখন মনেহল, চাবির গোছাটা নিশ্চয়ই গাড়ির ভেতরে ফেলে এসেছি। তৎক্ষণাৎ নীচে নেমে গাড়ির দরজা খুলে তন্নতন্ন করে খুঁজেও চাবির গোছটা পাইনি। ভাবলাম, রাত দোকানে যাওয়া-আসার সময় রাস্তায় কোথাও পড়ে যেতে পারে।

অগত্যা তাড়াহুড়ো করে যাতায়াতের রাস্তায় চোখ রেখে খুঁজে এলাম । না, পাওয়া গেল না।
তবে কি কাল রাতে ঐ দোকানে ফেলে এসেছিস? দোকানে ফেলে আসলে অবশ্যই পাওয়া যাবে-এইভেবে আপাতঃ ভারমুক্ত হলাম ।
কিন্তু আশ্চর্যজনকভাবে আমাকে বলতেই হয়, উপরের পুরো ঘটনাটি মিথ্যে, বানোয়াট এবং মস্তিষ্কের এক সাঙাতিক প্রতারণার ফল । চাবির গোছাটা হারিয়ে যাবার সাথে সাথে মস্তিষ্ক,কাল্পনিকভাবে উপরোক্ত স্টোরি ডেভিলাপ করে ফেলে এবং তাকে বিশ্বাসযোগ্য করে তুলতে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে নিরলস প্রচেষ্টা চালায় ।

আর তার উক্ত কল্পকাহিনীকে ভিত্তি দিতে আমাকেও একটি মিথ্যে স্টোরির উপর স্থির রাখতে উদ্যোগী হয়ে তার পিছু ছুটতে বাধ্য করে । কি অদ্ভুত, তাই না?
তাহলে শুনুন-
অগত্যা, অফিসের তাড়ায় রেস্টরুমে গিয়ে বাথরুমের কাজ সারতে লাগলাম । কিন্তু কিছুক্ষণের মধ্যেই আশ্চার্যাম্বিত হয়ে লক্ষ্য করলাম, মস্তিষ্ক আপন খেয়ালে পুরো ঘটনাটি রিভিউ করছে । আর রিভিউ করতে গিয়ে আগের দিনের সকাল থেকে হরিয়ে যাওয়া চাবির গোছার ব্যাপারে কি কি ঘটেছিল, পূঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছে । তখন খেয়াল করে দেখি, কাল অফিস থেকে ফেরার সময় চাবির গোছাটি গাড়ির পেছনের সীটে পড়ে থাকায় আমি নিজে ওটাকে হাতে নিয়ে প্যান্ট ব্যাল্টের হুকের সাথে আটকে দিই ।

আমার মস্তিষ্ককে ওখানেই থামিয়ে দিয়ে ভাবলাম, তাহলে তো চাবির গোছাটি এখনো প্যান্টের সাথে আটকানো আছে এবং পেয়ে গেলাম ।
পাঠক ! আপনি কাকে দোষ দেবেন-আমাকে না আমার মস্তিষ্ককে ?।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।