আমাদের কথা খুঁজে নিন

   

অজানায় যাত্রা

শ্রেনিহীন সমাজের প্রত্যাশায়। বাবা মায়ের সবচেয়ে আদরের ছেলে ছিল । এ সত্ত্বেও কখনো অগোছালো ছিলনা । নিজের সবকিছু নিজেই গুছিএ রাখতে পছন্দ করত । সব জিনিস জায়গা মত রাখতে ভালোবাসতো ।

পড়াশুনায় অনেক ভালো ছিল । স্কুল, কলেজ, ভার্সিটি সবখানেই ভালো রেজাল্ট । পড়াশুনা শেষ করে কলেজের শিক্ষকতা শুরু করে । ছাত্রদের পড়াতে খুব ভালোবাসত । কেও যদি বলত আমাকে সারাদিন পড়াতে হবে, তাও পারত ।

বাবা মায়ের পছন্দ মত বিয়ে হল । একটি মাত্র ছেলে, ছেলেটিও অনেক ভালো ছাত্র । ছেলেটি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মফস্বলের নাম করা এক স্কুলে পড়ে । প্রতিদিন বাবার সাথে মোটরসাইকেলে করে স্কুলে যাওয়া আসা করত । হঠাৎ একদিন মোটরসাকেল এক্সিডেন্ট,তারপরেই সবকিছু উলট পালট হয়ে গেলো ।

মাথায় আঘাত লাগার কারনে আত্মহত্যা করার প্রবনতা দেখা দিল । বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করল । একদিন শ্বশুর বাড়িতে কোন এক অনুষ্ঠানে যাওয়ার জন্য কলেজ থেকে ছুটি নিতে প্রিন্সিপালের বাসায় যায় । এক কাপ চায়ের অর্ধেক শেষ করে কোথায় যে গেল কেও যানেনা । কোন এক কলিগ তাকে কোন এক ট্রেনে উঠতে দেখেছিল ।

এখন ছেলেটি পড়াশুনা ঠিক মত করতে পারেনা । ছেলের মাইয়ের মুখে এখন একটি কথা প্রায়ই শোনা যায়," আমার নৌকা আমি ভাসিয়ে দিয়েছি , একদিন ফিরবেই । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।