পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ পোষ্ট না পড়লেও ছবিটি দেখার জন্য সবার প্রতি অনুরুধ রইল।
১) আপনি যখন অফিসের কোন মতবিনিময় সভায় আছেন তখন সহজেই নিজের মতামত দিবেন না। অনেকেই হয়ত অনেক মতামত দিবে, আপনি শুধু শুনবেন, সবার শেষে এমন একটি মতামত বের করবেন যাতে সবাই আপনার পক্ষ না নিলেও কেহ যেন আপনার বিরোধিতা
না করে। প্রয়োজনে, অপ্রয়োজনীয় মতামত দেয়া থেকে বিরত থাকুন।
তাতে আপনার কথার ওয়েট বজায় থাকবে।
২) সারাবছর পরীক্ষার চিন্তা না করে পড়ার জন্য পড়ুন, পরীক্ষার সময় পড়ার জন্য না পড়ে পরীক্ষার জন্য পড়ুন। তাতে রেজাল্ট ভাল হবে আবার চাকরীর সময় ইন্টারভিউ ও ভাল হবে।
৩) বাসায় ম্যাডাম যখন ঝগড়া করছে তখন তাকে কিভাবে চুপ করানো
যায় সেই চিন্তা ও ফন্দি না করে নিজেকে কিভাবে চুপ রাখা যায় সেই ফন্দি বের করুন।
৪) একসাথে অনেক গুলো সুযোগ আসলে যেটায় বেতন বেশী সেটাকে
প্রাধান্য না দিয়ে যেটা আপনার মনপুত সেটাকে প্রাধান্য দিন।
তাতে
কাজে দ্রুত উন্নতি করতে পারবেন, কাজ করে বোর হবেন না। অপরদিকে
বেতনের দিকে নজর দিলে কিছুদিন পর হয়ত সেই কাজটাই করা হবে না।
৫) বাসে ঝগড়া হতে দেখলে ড্রাইভারকে বলে বাস থামিয়ে দিন, ঝগড়া অর্ধেক এমনিই থেমে যাবে।
৬) দুর্নীতি বন্ধ করতে চাইলে নেজেকে সকল প্রকার দূর্নীতি থেকে মুক্ত রাখুন।
৭) সামুতে জনপ্রীয় হতে চাইলে নতুন ব্লগার যাদের পোষ্ট তেমন একটা কেহ পড়ে না, তাদের পোষ্টে বেশী বেশী কমেন্ট করুন।
দেখবেন তারা আপনাকে মনে রেখেছে এবং আপনার পোষ্ট বেশী বেশী পড়ছে ও কমেন্ট করছে।
এই পোষ্ট ভাল লাগলে প্লাস দিন...... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।