নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচিতে দেশজুড়ে সহিংসতার মধ্যে মঙ্গলবার ১৪ দলের এই বৈঠক থেকে পুলিশকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।
জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের অনুরোধ; নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
“কয়েকজনের অশুভ শক্তির কাছে সবাই জিম্মি হতে পারে না। আমাদের অনুরোধ, যারা নির্বাচন প্রতিহত করতে চায়, তাদের কঠোর হাতে দমন করুন। ”
৫ জানুয়ারি ভোটের দিন রেখে দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে একথা বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম।
‘সর্বদলীয়’ সরকার গঠন করে ক্ষমতাসীনরা নির্বাচনের পথে এগোলেও বিরোধী দল নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে রয়েছে। ‘একতরফা’ নির্বাচন প্রতিহত করার হুমকিও রয়েছে বিএনপির।
সোমবার ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে। এই কর্মসূচিতে সংঘাত-সহিংসতায় মঙ্গলবার বিকাল পর্যন্ত নিহত হয়েছেন পাঁচজন; উপড়ে ফেলা হয় রেল লাইন, আগুন দেয়া হয় ট্রেন-বাসে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “দেশবাসী চাচ্ছে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক।
কিন্তু তফসিলের পরেই বিএনপি-জামাত জোট হিংসাত্মক ও নৈরাজ্যকর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ”
বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “নির্বাচন করার অধিকার সবার আছে। নির্বাচন না করতে চাইলেও তা-ও গণতান্ত্রিক অধিকার।
“কিন্তু দেশের জনগণ এখন তাদের ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
৫ জানুয়ারী নির্বাচন হবেই। ”
ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের এই বৈঠকে ছিলেন জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া ও সভাপতিমণ্ডলীর সদস্য শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম ও সভাপতিমণ্ডলীর সদস্য শহিদুল্লাহ সিকদার, কমিউনিস্ট কেন্দ্রর যুগ্ম-আহবায়ক অসীত বরণ রায়, ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাম্যবাদী দলের লুৎফর রহমান প্রমুখ।
বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য মির্জা আজম ও সুজিত রায় নন্দী, জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলিও ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।