আমাদের কথা খুঁজে নিন

   

কঠোর অবস্থানে থাই সরকার

বিক্ষোভের নেতা ধরা না দেয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না।
বিক্ষোভকারীদের নেতা ও সাবেক উপ-প্রধানমন্ত্রী সুদেপ থাগসুবান তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ নাকচ করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
বৃহস্পতিবার থাই রাজা ভূমিবল আদুলায়াদেজের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিক্ষোভে সাময়িক বিরতি দিয়ে আবার তা শুরু করার পরিকল্পনা রয়েছে তার।
থাই সরকারের জায়গায় একটি গণপরিষদ চান সুদেপ। তবে সে গণপরিষদের পরিকল্পনাটি খুব সুস্পষ্ট নয়।


থাই পররাষ্ট্রমন্ত্রী সুরাপং তোভিচাকচাইকুল বলেছেন, সুদেপকে ধরা দিতে হবে।
সাংবাদিকদের তিনি বলেন, সুদেপ পুলিশের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত আমরা আর কোনো আলোচনায় যাব না।
সুরাপং আরো বলেন, “তার (সুদেপ) আত্মসমর্পণ করার সময় হয়ে এসেছে। কারণ তিনি আইন ভঙ্গ করেছেন। আর যে তাকে আশ্রয়-প্রশ্রয় দেবে সেও দোষী বলে গণ্য হবে।


এর আগে সুদেপ মঙ্গলবার বিক্ষোভে সাময়িক বিরতি দিচ্ছেন জানিয়ে বলেন, “৬ ডিসেম্বর থেকে আবার লড়াই শুরু হবে। সেদিন ভোর থেকে আমরা লড়াই শুরু করব এবং জয় না পাওয়া পর্যন্ত তা চালিয়ে যাব। ”
থাইল্যান্ডের সেনাবাহিনী রোববার প্রধানমন্ত্রী ইংলাক এবং বিক্ষোভের নেতা সুদেপকে আলোচনায় বসিয়ে সঙ্কটে মধ্যস্থতা করার চেষ্টা নেয়।
কিন্তু দেশটিতে কয়েকদিনের সহিংসতায় ৫ জনের মৃত্যুতে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার নাম করে সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করতে পারে বলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে সেনা অভ্যুত্থানের সম্ভাবনা এরই মধ্যে নাকচ করেছেননৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নারঙ পিপাথানাসাই।


প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ এবং তার সরকারের পতনের দাবিতে বিরোধীদলের নেতৃত্বে আন্দোলন চলছে। ইংলাক তার ভাই থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন অভিযোগে বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবি করছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।