আমাদের কথা খুঁজে নিন

   

মুহাম্মদ সা. এর শরীয়ত হল পানির মত।

প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh রাসুল সা. বলেছেন "আল্লাহ আমাকে যা দিয়ে পাঠিয়েছেন তা হল সেই বৃষ্টি/পানির মত যা কোন ভূমিতে সেচ করা হয়েছে অত:পর..................। সহীহ মুসলিম হাদীস নং ২৮৮২।

রাসুল সা. তার আনীত শরীয়তকে পানির সাথে তুলনা দিয়েছেন। পানির প্রথম গুণ: সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে, ছেলে হোক মেয়ে হোক, সাদা হোক কালো হোক, যুবক হোক কিংবা বৃদ্ধ হোক। তারা সবাই পানির প্রতি মুখাপেক্ষী। ঠিক তেমনিভাবে পৃথিবীর সব মানুষ তাদের ইহলৌকিক ও পারলৌকিক সব ধরণের সমস্যার সমাধানে মুহাম্মদ সা. এর আনীত শরীয়তের মুখাপেক্ষী। পানির দ্বিতীয় গুণ: আমাদের শরীরে অধিকাংশ রয়েছে পানি।

তো যতক্ষণ এই পানি আমাদের শরীরে থাকে ততক্ষণ আমরা সুস্থ থাকি আর যদি ডায়রিয়া হয়ে পানি শরীর থেকে বের হয়ে যায় তো হাত পা সবকিছু ঠিক থাকলেও আমাদের শরীর সম্পূর্ণ অবশ হয়ে যায়। একটা ব্যাগ উঠানোরও শক্তি থাকে না। ঠিক তেমনি যখন কোন সমাজ থেকে মুহাম্মদ সা. এর শরীয়ত, মুহাম্মদ সা. আদর্শ বের হয়ে যায় তখন সেই সমাজ ও দেশ অবশ এবং পক্ষাঘাতগ্রস্থ হয়ে যায়। পানির তৃতীয় গুণ:মানুষ আইসক্রিম খায়, ফালুদা খায়, শরবত খায় তারপর সবকিছু খাওয়ার পর বলে আমাকে পানি দাও। যদি জিজ্ঞেস করা হয় তুমি তো আইসক্রিম খেয়েছো, ফালুদা খেয়েছো নিজের তৃষ্ঞা মেটানোর জন্য তাহলে আবার পানি কেন? সে বলবে যত কিছুই খাই আর পান করি না কেন পানি ছাড়া তৃষ্ঞা মিটবে না (কারণ মানুষের পিপাসার পরিতৃপ্তি একমাত্র পানির মধ্যে নিহিত) ঠিক তেমনি সমগ্র মানবজাতির সকল সমস্যার সমাধান মুহাম্মাদ সা. এর আনীত শরীয়তের মাঝে নিহিত।

শত শত বৈঠক আর শান্তি আলোচনা করেও আমাদের পৃথিবীতে কেন শান্তি আসছে না? কারণ হল আল্লাহ তায়ালা শান্তির সকল উপাদান মুহাম্মদ সা. এর শরীয়তের মাঝে সীমাবদ্ধ করে রেখে দিয়েছেন। তোমাদের গোলামীর তন্ত্র তোমাদের ব্যক্তি, সমাজ আর রাষ্ট্রে কখনো শান্তি আনতে পারবে না পারবে না পারবে না। মুহাম্মদ সা. কে নবী হিসাবে মেনে নিয়েছি কিন্তু তার আদর্শ তার শাসন ব্যবস্থা মেনে নিতে পারি না। এর চাইতে বড় বেঈমানী, এর চেয়ে বড় মুনাফেকী আর কী হতে পারে। আল্লাহ আমাদের ঈমানকে বিশুদ্ধ করুন, আমীন।

আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।