আমাদের কথা খুঁজে নিন

   

মুহাম্মদ (সঃ) এর লং মার্চ

যেটা পরিশীলিত ও ব্যক্তি বা সমাজের জন্য ক্ষতিকর নয় তা অবশ্যয় করা যায়, এটাই আমার বিশ্বাস লং মার্চ শব্দটি পরিচিতি পায় ১৯৩৫ সালে মাও-সে-তুং এর লং মার্চ কর্মসুচির মধ্য দিয়ে।লং মার্চ মুলত করা হয় আন্দোলন করে কোন দাবি আদায় করার জন্য। যেটা ফেফাযত ইসলাম করতেছে। হেফাযতে ইসলামের ৫ তারিখে লালবাগের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক এ ব্যাপারে দৃষ্টি আকর্ষন করলে হেফাযতের নেতারা বলেন লং মার্চ কর্মসুচি এর আগে মুহাম্মদ (সঃ) নাকি করেছেন। মুহাম্মদ (সঃ) মক্কা থেকে মদিনা লং মার্চ করেছেন, অনেক বার। মুহাম্মদ (সঃ) যদি লং মার্চ কুরে থাকেন তবে সেটা কোন দাবি, কাদের কাছ থেকে আদায়ের জন্য করেছেন??? এবং সেটা নশ্চয় লং মার্চ নাম নিয়ে আন্দোলন করেনি?? সে আন্দোলনের নিশ্চয় কোন আরবি নাম থাকবে। হেফাযত তাহলে কেন সে নামটি ব্যাবহার করল না??? তারা মাও-সে-তুং এর দেয়া লং মার্চ নাম ব্যাবহার করল। তবে তাদের কি নবির প্রেমে ঘাটতি আছে???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।